সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
Published: 26th, January 2025 GMT
শনিবার (২৫ জানুয়ারি,২০২৫) অবনমন অঞ্চলে থাকা ইপসউইচ সিটির বিপক্ষে হেসেখেলে ৪-১ ব্যবধানে জিতল লিভারপুল। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ‘অল রেডদের’ শীর্ষ স্থান আরও মজবুত হলো। আপাত দৃষ্টিতে দেখলে আর তেমন আর বিশেষ কিছুই নেই এই ৯০ মিনিটে। তবে এই ম্যাচে ১টি গোলের দেখা পেয়েছেন ‘অল রেড’ তারকা মোহাম্মদ সালাহ। আর তাতেই এই মিশরীয় ছুঁয়ে ফেললেন লিভারপুলের জার্সিতে ভিন্নরকম এক ‘একশ’ গোলের মাইলফলক।
রোমা থেকে ২০১৭ সালের জুলাইয়ে লিভারপুলে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৩৮১ ম্যাচে ২৩৪ গোল করেছেন সালাহ; করিয়েছেন আরও ১০৫টি। শততম গোল তো তাহলে বহু আগেই এসেছে এই রাইট উইঙ্গারের! মূলত শনিবার রাতে ‘প্রিমিয়ার লিগের ম্যাচের হিসেবে’ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে ১০০ গোলের দেখা পেয়েছেন সালাহ! এই মিশরীয় চলমান মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৩২ ম্যাচে ২৩ গোল এবং ১৭ অ্যাসিস্ট করেছেন।
‘অল রেড’দের জয়ে জোড়া গোল করেছেন কোডি গাকপো। আর একটি করে গোল করেছেন মোহাম্মদ সালাহ ও দমিনিক সোবোসলাই।
আরো পড়ুন:
ইউরোপিয়ান মঞ্চে সালাহর বিশেষ ‘ফিফটি’
পিএসজিতে যাবেন সালাহ!
খেলা শুরু ১১ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন দমেনিক সোবোসলাই। ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। ডাচ ফরোয়ার্ড হাকপোর ক্রসে লাফিয়েও বলের নাগাল পাননি সোবোসলাই। দূরের পোস্টে বল পেয়ে যান অরক্ষিত সালাহ। গতিময় শটে ইপসউইচ গোলরক্ষক ক্রিস্টিয়ান ওয়াল্টনকে পরাস্ত করেন তিনি। আর তাতেই তার অ্যানফিল্ডে গোলের ‘সেঞ্চুরি’ হয়ে যায়।
বিরতিতে যাওয়ার ঠিক আগে (৪৪ মিনিটে) কোডি গাকপো তৃতীয় গোলটি করেন। আর এই ডাচ ফরোয়ার্ড ৬৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটা করে ইপসউইচের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন। ম্যাচের একদম শেষে একটি গোল শোধ করে অতিথি দলটি।
ম্যাচ শেষে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেন, “আমরা আক্রমণাত্মক এবং প্রাধান্য বিস্তারকারী ছিলাম। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত (ইপসউইচ) আমাদের অর্ধে খুব একটা আসতেই পেরেনি। অবশ্যই কর্নার থেকে গোল হজম করাটা আমাদের যন্ত্রণা দিচ্ছে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদের পারফরম্যান্স ছিল নিখুঁত।”
২২ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৫৩। একই রাতের অন্য ম্যাচে জয় পেয়েছে ১০ জনের আর্সেনালও। উলভসের বিপক্ষে ১-০ গোলের জয়ে দুই নম্বরে থাকা গানারদের সংগ্রহ ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল কর ছ ন
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক