বন্দরে পূর্ব শত্রুতার জের ধরে রেলওয়ের  লিজকৃত পুকুর থেকে ৩ লাখ টাকা বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ  মতিন, ইব্রাহিম ও জীবনগং এর বিরুদ্ধে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা  পশ্চিম হাজীপুর এলাকায় এ মাছ লুটের ঘটনাটি ঘটে। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত লিজকৃত মালিক মো. নাদিম মিয়া বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে উল্লেখিত ৩ জনসহ ৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানা ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে বন্দর থানা পুলিশ অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার ২০৪ নং সালেহনগর এলাকার মোতালিব মিয়ার ছেলে নাদিম মিয়া নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি রেলওয়ে কর্তৃক লীজকৃত ব্যক্তি মানিক মিয়ার নিকট হইতে গত ৮ জানুয়ারি তিনশত টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে পুকুরের বাৎসরিক ভাড়া এবং পুকুরের মাছ সহ মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা প্রদান সাপেক্ষে একটি ভাড়া চুক্তি সম্পাদন করেন। 

পরবর্তীতে পুকুরে মাছ চাষের উপযোগী করার জন্য ১লাখ টাকা খরচ করে এবং পুনরায় দেড় লাখ ৎ টাকার মাছ পুকুরে ছেড়ে মাছ চাষ করাকালীন সময়ে সোমবার সকালে বন্দর থানার পশ্চিম হাজীপুর এলাকার মৃত সাফি প্রধানের ছেলে মতিন একই এলাকার মৃত আবুল কালাম মিয়ার ইব্রাহিম মিয়া, রুহুল আমিন মিয়ার ছেলে জীবন একই এলাকার মৃত জব্বার মিঞা মিয়ার ইয়ানুর, একই এলাকার সাবু  মিয়ার ছেলে জাকির ও আক্কাস মিয়ার ছেলে শাহআলম সহ অজ্ঞাতনামা আরোও ১০/১৫ জন সন্ত্রাসী নাদিম মিয়ার চাষকৃত মাছ পুকুর হইতে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। 

ওই সময় মৎস চাষি নাদিম বিবাদীদের বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমূখি আচরণসহ হত্যার হুমকি প্রদান করে। 

এছাড়াও বলেন পুকুর থেকে মাছ ধরতে না দিলে পুকুরে বিষ প্রয়োগ করে সব মাছ মেরে ফেলবে এবং আরও হুমকি প্রদান করে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে জানে মেরে লাশ গুম করে ফেলেবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ এল ক র ম ত

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ