কোকোর মৃত্যু বার্ষিকীতে পিকনিক, বরিশালে আইনজীবী নেতার পদত্যাগ
Published: 28th, January 2025 GMT
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে পিকনিক গিয়ে আনন্দ উল্লাস করার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল পদত্যাগ করেছেন।
পদত্যাগ করা সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল সর্বশেষ বরিশাল মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিলেন।
তিনি বলেন, “যেখানে গত ২৩ জানুয়ারি সারাদেশে শোক পালন কর্মসূচি করা হয়েছে, সেখানে বরিশাল আইনজীবী সমিতির নামে আইনজীবী ফোরামের পথভ্রষ্ট কতিপয় সদস্য পিকনিকের আয়োজন করেছে। বিষয়টি আমাকে ব্যথিত করেছে। আমি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা বিএনপির একজন কর্মী। তাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছোটো ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকীতে পিকনিক করায় আমি বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।”
এ বিষয়ে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মজিবর রহমান নান্টু বলেন, ‘ওই দিন পিকনিকের বিষয়ে আয়োজকদের নিষেধ করেছিলেন তিনি। কিন্তু তারা কর্নপাত করেননি। পদত্যাগের বিষয়টি আসলে মান অভিমানের।”
ঢাকা/পলাশ/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র পদত য গ আইনজ ব রহম ন
এছাড়াও পড়ুন:
মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না: হাইকোর্ট
আসন্ন কোরবানির ঈদে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় গরুর হাট বসানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৮ এপ্রিল) এ আদেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রিটকারীর আইনজীবীর জহিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২১ এপ্রিল রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় পশুট হাট বসানোর সিদ্ধান্ত জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করেন বনশ্রী এলাকার বাসিন্দা শাহাবুদ্দিন সরকার। রিটের শুনানি নিয়ে গতকাল হাইকোর্ট মেরাদিয়ায় পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি রুল জারি করেন।
আরেক আইনজীবী খুররম শাহ মুরাদ বলেছেন, বনশ্রী আবাসিক এলাকা। বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসলে এ হাট পুরো আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা। এ কারণে এলাকাবাসীর পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল।
ঢাকা/এম/রফিক