গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ১২-১৪ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা বেঁধে রেখে ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।

শনিবার ভোর ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজীব আহমেদ শাওন খানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাজীব আহমেদ শাওনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়স্বজন ওই বাড়িতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই চলে যান। এরপর গভীর রাতে মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।

পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে দরজা খুলে যায়। ১২-১৪ জনের অস্ত্রধারী দল ঘরে ঢুকে রাজীব ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়ির চারটি কক্ষ তন্ন-তন্ন করে খুঁজে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে কথা বলতে নিষেধ করে। 
রাজীব আহমেদ শাওনের স্ত্রী শাম্মী আক্তার বলেন, ডাকাতরা আমার স্বামীর হাত-পা বেঁধে ফেলে এবং আমার কাছ থেকে চাবি নিয়ে চারটি রুমের আলমারি খুলে ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা হুমকি দেয়, ‘আরেকটা বাড়িতে ডাকাতি করব, কাউকে যেন ফোন না দাও’।

রাজীব হাসান খান জানান, আমাদের বাড়ির বারান্দার গ্রিলে ভেতর থেকে তালা দেওয়া ছিল। গভীর রাতে ডাকাত দল তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে এবং শক্ত কিছু দিয়ে কাঠের দরজা ভেঙে ফেলে। তারা আমার হাত-পা বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতিকালে কাউকে মারধর করেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর