গাজীপুরে ডাকাতি: হাত-পা বেঁধে অস্ত্রের মুখে লুটপাট
Published: 1st, February 2025 GMT
গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী ১২-১৪ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির মালিকের হাত-পা বেঁধে রেখে ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে গেছে।
শনিবার ভোর ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাজীব আহমেদ শাওন খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাজীব আহমেদ শাওনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মীয়স্বজন ওই বাড়িতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সবাই চলে যান। এরপর গভীর রাতে মুখোশধারী ডাকাত দল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।
পরিবারের সদস্যরা জানান, রাত ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে দরজা খুলে যায়। ১২-১৪ জনের অস্ত্রধারী দল ঘরে ঢুকে রাজীব ও তার স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা বাড়ির চারটি কক্ষ তন্ন-তন্ন করে খুঁজে টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে কথা বলতে নিষেধ করে।
রাজীব আহমেদ শাওনের স্ত্রী শাম্মী আক্তার বলেন, ডাকাতরা আমার স্বামীর হাত-পা বেঁধে ফেলে এবং আমার কাছ থেকে চাবি নিয়ে চারটি রুমের আলমারি খুলে ৫০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তারা হুমকি দেয়, ‘আরেকটা বাড়িতে ডাকাতি করব, কাউকে যেন ফোন না দাও’।
রাজীব হাসান খান জানান, আমাদের বাড়ির বারান্দার গ্রিলে ভেতর থেকে তালা দেওয়া ছিল। গভীর রাতে ডাকাত দল তালা ভেঙে বারান্দায় প্রবেশ করে এবং শক্ত কিছু দিয়ে কাঠের দরজা ভেঙে ফেলে। তারা আমার হাত-পা বেঁধে ফেলে মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতিকালে কাউকে মারধর করেনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
চট্টগ্রাম নগরের চান্দগাঁও হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি উদ্ধার হয়। পুলিশ বলছে, পরিকল্পিতভাবে মারধরের পর ওই স্কুলছাত্রকে নদীতে ফেলে দেয় তার কয়েকজন সহপাঠী। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।
নিহত স্কুলছাত্রের নাম রাহাত ইসলাম (১২)। সে নগরের চান্দগাঁও সানোয়ারা বয়েজ স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে চান্দগাঁও থানার পূর্ব ফরিদেরপাড়া এলাকার লিয়াকত আলীর ছেলে। সকালে হামিদচর এলাকায় নদীতে রাহাতের লাশ দেখতে পেয়ে বাসিন্দারা পুলিশকে খবর দেন। এরপর তার লাশ উদ্ধার হয়।
নিহত রাহাতের বাবা লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে গতকাল মঙ্গলবার বিকেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে বের হয়। এরপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক স্থানে সন্ধানের পরও খোঁজ না পেয়ে বিষয়টি রাতেই পুলিশকে জানানো হয়েছিল। সকালে ছেলের লাশ পাওয়া যায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে বন্ধুরা রাহাতকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) জাহাঙ্গীর আলম আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের চার সহপাঠীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।