ওয়ার্ল্ড মিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক সমাগম হয়েছে সদ্য অনুষ্ঠিত হওয়া কোল্ডপ্লের কনসার্টে। ব্রিটিশ এই ব্যান্ডের ওয়ার্ল্ড ট্যুর শেষ হতে আরও আট মাস বাকি। তার আগেই বিশ্বরেকর্ড গড়ে ফেলল এ রক ব্যান্ডটি। সম্প্রতি ভারতের মুম্বাই এবং আহমেদাবাদে সব মিলিয়ে পাঁচটি শো করেছেন ক্রিস মার্টিনরা। তার পরেই গিনেস বুকে নাম লেখাল কোল্ডপ্লে।

জানা গেছে, গত ২৬ জানুয়ারি নিজেদের বৃহত্তম কনসার্টের রেকর্ড গড়েছিলেন ক্রিস মার্টিনরা। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার দর্শক এসেছিলেন কোল্ডপ্লের কনসার্টে। বৃহত্তম কনসার্টের নজির গড়তে পারেনি ব্রিটিশ ব্যান্ডটি। ২০১৭ সালে ২ লাখ ২৫ হাজার দর্শক হয়েছিল ইতালির মদেনা পার্কে অনুষ্ঠিত ইতালিয়ান সংগীতশিল্পী ভাস্কো রোসির কনসার্টে। যে রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ। 

ক্লোডপ্লের আগে ওয়ার্ল্ড ট্যুরে সবচেয়ে বেশি দর্শক সমাগম হওয়ার রেকর্ড ছিল মার্কিন গায়িকা টেইলর সুইফটের দখলে। তাঁর ‘দ্য ইরাস ট্যুরে’ সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল কোল্ডপ্লের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুর’। গত বৃহস্পতিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে জানানো হয়, মিউজিক ট্যুরের নিরিখে ইতিহাস গড়েছে ব্রিটিশ রক ব্যান্ড। এই প্রথমবার কোনো মিউজিক ট্যুরে এত বেশি দর্শক হয়েছে। নতুন রেকর্ড গড়া কোল্ডপ্লেকে শুভেচ্ছাও জানানো হয়েছে গিনেসের পক্ষ থেকে।

কোল্ডপ্লের ওয়ার্ল্ড ট্যুরে ভারতে একটিমাত্র কনসার্ট করার কথা ছিল। যদিও ভক্তদের চাপে মুম্বাই এবং আহমেদাবাদ মিলিয়ে মোট পাঁচটি অনুষ্ঠান করে জনপ্রিয় ব্রিটিশ ব্যান্ড। সব অনুষ্ঠানে ছিল উপচে পড়ে ভিড়। এমনকী টিকিটের কালোবাজারির অভিযোগ ওঠে। ভারতের একাধিক তারকাও ছিলেন তাদের কনসার্টে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র কনস র ট র কর ড

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ