সিলেটে যৌতুকবিহীন ১৫টি বিয়ে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) নগরীর একটি কনভেনশন হলে এই গণবিবাহের আয়োজন করা হয়। আন্তর্জাতিক চ্যারেটি সংস্থা আল খায়ের ফাউন্ডেশন এই গণবিবাহের আয়োজন করে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পাত্র—পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। 

আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ বলেন, “দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক সংকট ও যৌতুক প্রথার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের গণবিবাহের আয়োজন করা হয়েছে।”

তিনি আরো বলেন, “যৌতুক প্রথা আমাদের সমাজের একটি বড় সমস্যা। এই প্রথা দূর করতে এবং দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা এমন উদ্যোগ নিয়েছি।” 

ফাউন্ডেশনের কো—অর্ডিনেটর আবদুল বাছিত বলেন, “নবদম্পতিরা যাতে সুন্দরভাবে সংসার জীবন শুরু করতে পারেন সে জন্য তাদের একটি সেলাই মেশিন, একটি ভ্যানগাড়ি, রান্নার চুলা, কম্বলসহ ঘরের কাজে লাগে এমন নানা সরঞ্জাম দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে বর—কনেকে আনা—নেওয়ার জন্য যে গাড়িগুলো রয়েছে, সেগুলোও ফাউন্ডেশনের পক্ষ থেকে সরবরাহ করা হয়।”

বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, “যৌতুকবিহীন এই গণবিবাহ সমাজে ইতিবাচক প্রভাব রাখবে।” 

সমাজে যৌতুকবিরোধী প্রচারণার অংশ হিসেবে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ঢাকা/নুর/ইমন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণব ব হ

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ