ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। আর এই সফর ঘিরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—দেশ ছেড়ে পালিয়েছেন তিনি! অবশেষে সেই গুজবের জবাব দিলেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাপ্পী স্পষ্ট করে বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি—খবর এসেছে যে, বাপ্পী পালিয়ে গেছেন, আর দেশে ফিরবেন না। এসব একদমই সত্য নয়।”
আরো পড়ুন:
ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা
মা হলেন পরিণীতি চোপড়া
খানিকটা ব্যাখ্যা করে বাপ্পী চৌধুরী বলেন, “বিদেশে স্থায়ী হওয়ার কোনো পরিকল্পনা নেই আমার। বরং আমি ভীষণ হোমসিক মানুষ, পরিবার ছাড়া থাকতে পারি না। সবাইকে জানাতে চাই—আমি পালিয়ে যাইনি।”
‘কাজ না থাকায় দেশ ছেড়েছেন’—এই মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাপ্পী চৌধুরী। তার ভাষায়, “অনেকে বলছেন, বাপ্পীর সিনেমায় কাজ নেই, তাই বিদেশে চলে গেছেন। আমি তাদের জানাতে চাই—সিনেমার কাজ ছাড়াও বাপ্পী চলতে পারে!”
ব্যবসায়ীক কাজে গত মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বাপ্পী, ১৮ অক্টোবর দেশে ফিরেছেন। এ তথ্য স্মরণ করে বাপ্পী বলেন, “কিছু বায়ারের সঙ্গে মিটিং ছিল, পাশাপাশি চেম্বার অব কমার্সের একটি সামিটেও অংশ নিয়েছি। নতুন কিছু ব্যবসায়ীক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। অনেক দিন কোথাও যাওয়া হচ্ছিল না—এই সুযোগে একটু ঘুরেও এলাম।
উল্লেখ্য, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় বাপ্পী চৌধুরীর। এক যুগের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন জনপ্রিয় সিনেমা ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’ ও ‘সুলতানা বিবিয়ানা’।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
জবি ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার অভিযোগে আটক ৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আরো পড়ুন:
এইচএসসিতে মাদারীপুর জেলায় প্রথম মাইমুনা
‘আমার ৫৮ বছরের সব অর্জন শেষ’
তিনি বলেন, “বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না। আগামীকাল (মঙ্গলবার) সকালে বিস্তারিত জানানো হবে।”
এ সময় সাংবাদিকরা অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তর করেছেন—এই তথ্যের বিষয়ে জানতে চাইলে ডিসি সামি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না। কাল সকালেই বিস্তারিত জানানো হবে।”
এদিকে, হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে উঠে এসেছে প্রেমঘটিত বিরোধের জেরে জুবায়েদকে খুন করা হয়।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা জানিয়েছেন—বর্ষা ও তার বন্ধু মাহির রহমানের প্রেমঘটিত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের ১৫ নম্বর বাড়ির তৃতীয় তলার সিঁড়িতে ছুরিকাঘাতে নিহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ হোসাইন। তিনি জবির কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন।
ঢাকা/লিমন/মেহেদী