প্রিয়জনের স্মৃতিতেই বেঁচে আছে ওরা
Published: 5th, February 2025 GMT
রাজধানীর হাজারীবাগের গজমহল শিশুপার্কে বড় একটা ব্যানার ঝুলছে। তাতে লেখা ‘শহীদ মুন্না স্পোর্টস টুর্নামেন্ট’। শিশুপার্ক পেরিয়ে ডানে মোড় নিলে মুন্না নামের কিশোরের বাড়ির পথ। পুরো নাম আব্দুল মোতালেব (১৪)। মায়ের ডাকনাম মুন্নির সঙ্গে মিলিয়ে তার ডাকনাম রাখা হয়েছিল ‘মুন্না’। গত সোমবার বাসার সামনের মোড়ে দাঁড়িয়ে মোতালেবের বাবা আব্দুল মতিন বললেন, ঠিক এখানেই একজন শিক্ষার্থী মুঠোফোনে মোতালেবের গুলিবিদ্ধ হওয়ার ছবি দেখিয়ে পরিবারের খোঁজ চাইছিলেন। লোকজন ছবি দেখে মোতালেবকে চিনতে পেরে বাসায় ছুটে এসে খবর দেন। ওই শিক্ষার্থীর মাধ্যমে তাঁরা প্রথম ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর জানতে পারেন।
গত ৪ আগস্ট আন্দোলনে থাকার সময় জিগাতলা বাসস্ট্যান্ডের কাছাকাছি এক জায়গায় অষ্টম শ্রেণির ছাত্র মোতালেব গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় মোতালেব ওই শিক্ষার্থীকে জানিয়েছিল, ‘আমার বাসা গজমহলে। আমাকে একটু মায়ের কাছে দিয়ে আসেন।’ মায়ের সঙ্গে আর দেখা হয়নি মোতালেবের। অনেক ছোটাছুটি করে মোতালেবের লাশ নিয়ে রাতে ঘরে ফিরেছিলেন বাবা।
মোতালেবের মতো চাপা পড়েছে হোসেন মিয়া, শুভ শীল, সিফাত হোসেন ও বাচ্চুর নাম।জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দেওয়া শহীদদের একজন মোতালেব। মা-বাবার চোখ ফাঁকি দিয়ে আন্দোলনে গিয়ে প্রাণ দেওয়া এই কিশোরের নাম লোকের মুখে মুখে নেই। গণমাধ্যমেও খুব একটা গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়নি এই কিশোরের কথা। মোতালেবের মতো চাপা পড়েছে হোসেন মিয়া, শুভ শীল, মো.
শিশু হোসেনের মা বললেন, ‘ছেলে দেশের জন্য রক্ত দিছে। এখন কেউ আর খোঁজখবর রাখে না আমাদের।’ শুভ শীলের ভাইয়ের আক্ষেপ, ‘বিচার দেখি না কেন?’ মো. সিফাত হোসেনের ভাই সব শহীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান। মো. বাচ্চু হাওলাদারের স্ত্রী সন্তানদের নিয়ে অনটনে দিন কাটাচ্ছেন। ছেলেমেয়ের জন্য একটা শোভন চাকরি চান তিনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ টাকা করে অর্থসহায়তা পেয়েছেন। এর বাইরে শিশু-কিশোর শহীদ হিসেবে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টাকা করে সহায়তা পেয়েছে মোতালেব ও হোসেনের পরিবার। সিফাতের বয়স ১৮ বছরের নিচে হলেও মন্ত্রণালয়ের ওই সহায়তা পায়নি তার পরিবার। রাজনৈতিক দলগুলোর মধ্যে শুধু জামায়াতে ইসলামী মোতালেব, সিফাত, বাচ্চু হাওলাদারের পরিবারকে ২ লাখ টাকা ও হোসেনের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা দিয়েছে।
মোতালেব, হোসেন মিয়া ও বাচ্চু হাওলাদারের পরিবার মামলা করেছে। সিফাত হত্যা মামলার বাদীকে সিফাতের পরিবার চেনে না। মামলায় উল্টো সিফাতের আত্মীয়স্বজনকে আসামি করা হয়েছে। এই মামলা প্রত্যাহারে গত ২১ নভেম্বর পরিবারটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে। ভয়ে মামলা করেনি শুভর পরিবার।
‘এর চেয়ে বড় আর কী হারাব?’
গজমহলের অলিগলি পেরিয়ে মোতালেবদের বাসা। একটা সীমানাদেয়ালের মধ্যে ১২টি কক্ষ। এর একটি কক্ষে বাবা, মা, তিন বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে থাকত মোতালেব। বড় বোনের বিয়ে হয়ে গেছে। বাবা আব্দুল মতিন ট্যানারি কারখানায় চামড়ায় রং করার কাজ করেন। ঘরে প্রবেশের পর মা-বাবা যত্ন করে ছেলের ছবি, স্কুলের প্রজেক্ট দেখাচ্ছিলেন। মা জেসমিন বেগম যতক্ষণ ছেলের কথা বলছিলেন, ততক্ষণই তাঁর চোখ দিয়ে পানি ঝরছিল। বললেন, ‘যত দিন বাঁচি, ছেলের ছবি দেখেই বাঁচব। এর চেয়ে বড় আর কী হারাব?’
বাবা আব্দুল মতিন বলেন, ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকা মেডিকেলের ওয়ার্ডে-মর্গে কোথাও ছেলেকে পাননি। তাঁর কান্না দেখে এক কর্মচারী জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা দুজনের মরদেহ নিয়ে গেছেন। আব্দুল মতিন বলেন, ‘শহীদ মিনারে মেঝেতে শুইয়ে রাখা ছেলের পা দেখেই চিনতে পারি। গায়ের ওপর জাতীয় পতাকা দেওয়া ছিল।’
‘টেনে রাস্তায় এনে শুভকে গুলি করে পুলিশ’
মৃত্যুর মাত্র দুই মাস আগে সাভারের জিরানী এলাকায় এক পোশাক কারখানায় যোগ দিয়েছিলেন শুভ শীল (২৪)। বড় ভাই সোহাগ শীলও ওই কারখানায় কাজ করতেন। কারফিউর কারণে কারখানা বন্ধ থাকায় শুভ সাভারে এসে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দিয়েছিলেন। ২০ জুলাই সন্ধ্যা ছয়টার দিকে বড় ভাইয়ের মুঠোফোনে কল করে শুভ বলেন, ‘দাদা, আমি তো শেষ!’ শুভ নিজেই ভাইকে জানান, সাভার অন্ধ কল্যাণ সংস্থা মার্কেটে তিনি লুকিয়ে ছিলেন। ‘পাইছি, একটারে পাইছি!’ বলে পুলিশ সেখান থেকে তাঁকে টেনে বের করে রাস্তায় এনে গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার ৫-৬ ঘণ্টা পর্যন্ত জ্ঞান ছিল শুভর। লোকজন একটা ভ্যানের মাল নামিয়ে তাঁকে সেটাতে উঠিয়ে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুটা হেঁটে, কিছুটা অটোরিকশায় করে ঘণ্টাখানেক পর হাসপাতালে পৌঁছাতে পারেন বড় ভাই আর মা। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই ভোরে মারা যান শুভ। বিকাশ শীল ও সাধনা শীলের দুই সন্তানের মধ্যে ছোট ছিলেন শুভ।
বড় ভাই সোহাগ বলেন, সরকার যেন হত্যার বিচার শুরু করে—এটাই তাঁদের চাওয়া।
লাশের স্তূপের ওপর ছিল হোসেনের নিথর দেহ
মানিক মিয়া ও মালেকা বেগম দম্পতির দুই মেয়ে, এক ছেলের মধ্যে হোসেন মিয়া (১০) ছিল বড়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন ‘চিটাগাং রোড’ এলাকায় পরিবারটি থাকত। স্থানীয় একটি স্কুলে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত পড়ত হোসেন। অনেক সময় বাবার সঙ্গে রাস্তায় ঘুরে ঘুরে পানি ও পাঁপড় বিক্রি করত। বাবা মানিক মিয়া বলেন, ওই এলাকায় তীব্র আন্দোলন গড়ে ওঠায় তাঁরা দু-তিন দিন বাসা থেকে বের হচ্ছিলেন না। ২০ জুলাই বিকেলে তাঁদের অগোচরে রাস্তায় চলে যায় হোসেন। টের পেয়ে তিনি রাস্তায় বের হয়ে ছেলেকে খুঁজে পাননি। গুলিতে অনেকে মারা গেছে শুনতে পেয়ে রাত ৯টায় তিনি রাস্তায় এসে চিৎকার করে ছোটাছুটি শুরু করলে এক লোক এসে মুঠোফোনে একটা ভিডিও দেখিয়ে জানতে চান এটা হোসেন কি না। ভিডিওতে তিনি দেখেন, গুলিবিদ্ধ হোসেনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে কারফিউ আর গোলাগুলির মধ্যেই রাত একটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। এক ঘণ্টা পর মর্গে খুঁজে পান ছেলেকে। মানিক মিয়া বলেন, ‘২০-৩০টা লাশের ওপর পইড়া ছিল আমার হোসেন। গায়ে একটা গামছা দেওয়া।’
স্বীকৃতি চায় পরিবার
শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট বিকেলে রাজধানীর আদাবর থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান বাচ্চু হাওলাদার (৩৮)। মিরপুর-১-এ স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন পেশায় দরজি বাচ্চু হাওলাদার। তাঁর মৃত্যুর পর পুরো পরিবারটি চরম অনটনের মধ্যে পড়েছে। স্ত্রী লাইলী বেগম বলেন, স্বামীর মৃত্যুর পর দুই মাস ঢাকায় ছিলেন। বাড়ি ভাড়া বাকি ছিল। ঋণ ছিল। সহায়তা পেয়ে সেসব শোধ করেছেন। সংসার চালানোর জন্য ১৮ বছরের ছেলেকে পোশাক কারখানায় কাজে ঢুকিয়েছেন। গ্রামেও নিজেদের কোনো বাড়ি নেই তাঁর। ডিগ্রি ও দশম শ্রেণিতে পড়ুয়া দুই মেয়েকে নিয়ে এখন বরিশালে কখনো দেবরের বাসায়, কখনো ভাইয়ের বাসায় থাকেন। মেয়ের জন্য চাকরির চেষ্টা করছেন। অনেকে আশ্বাস দিলেও চাকরি জোটেনি।
১৬ বছর ৯ মাস বয়সী মাদ্রাসার ছাত্র মো. সিফাত হোসেনও ৫ আগস্ট বিকেলে রাজধানীর বংশাল থানার কাছে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। বরিশালের মুলাদী উপজেলায় সিফাতের পরিবার বাস করে। বাবা মো. জাহাঙ্গীর হাওলাদার দুবাইপ্রবাসী। মায়ের নাম আকলিমা বেগম। তিন ভাই ও দুই বোনের মধ্যে সিফাত ছিল তৃতীয়। বড় ভাই মো. ইকবাল হাসান (১৯) বলেন, বিকেল থেকে ভাইয়ের ফোন বন্ধ ছিল। পরদিন তাঁরা ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে সিফাতের লাশ পান। তিনি শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি করে বলেন, এই সরকার শহীদদের স্বীকৃতি না দিলে অন্য সরকার এসে মর্যাদা দেবে না।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল ব দ ধ হওয় র ম ড ক ল কল জ র পর ব র বড় ভ ই র জন য সরক র
এছাড়াও পড়ুন:
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার বিলীন
পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের আরও ২০০ মিটার অংশ পদ্মায় বিলীন হয়েছে। গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার বাঁধটির ওই অংশ নদীতে বিলীন হয়। এ সময় নদীগর্ভে চলে গেছে বাঁধের পাশে থাকা ২০টি বসতবাড়ি। আর ভাঙন আতঙ্কে সরিয়ে নেওয়া হয়েছে ৫০টি বাড়ির বসতঘর ও বিভিন্ন স্থাপনা। এ নিয়ে ৬ দফায় বাঁধটির ৮০০ মিটার পদ্মায় বিলীন হয়ে গেল।
ভাঙন রোধে গত তিন মাসে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে ৭ কোটি টাকা ব্যয়ে ১ লাখ ৫৫ হাজার বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। ভাঙনের কারণে তা–ও নদীতে তলিয়ে গেছে। বাঁধের ওই ৮০০ মিটার অংশের পাশে থাকা ৩৩টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৫০টি বসতবাড়ি গত দুই মাসে বিলীন হয়েছে। ভাঙন বৃদ্ধি পাওয়ায় তিনটি গ্রামের ৬০০ পরিবার এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজারের ২৪০টি ব্যবসাপ্রতিষ্ঠান ঝুঁকিতে পড়েছে।
শরীয়তপুর পাউবো ও স্থানীয় সূত্র জানা যায়, শরীয়তপুরের পদ্মা নদীর অংশ জাজিরার নাওডোবা এলাকা থেকে শুরু হয়েছে। পদ্মা সেতু নাওডোবার ওপর দিয়ে নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পদ্মা নদীর ৫০০ মিটারের মধ্যে সার্ভিস এরিয়া ২, সেনানিবাস, পদ্মা সেতু দক্ষিণ থানাসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণের জন্য যখন জমি অধিগ্রহণ করা হয়, তখন ২০১২ সালের দিকে নাওডোবা এলাকায় পদ্মার ভাঙন শুরু হয়। পদ্মা সেতু প্রকল্প এলাকা নদীভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য তখন সেতু থেকে ভাটির দিকে (পূর্ব দিকে) দুই কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদীর তীররক্ষা বাঁধ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। ওই বাঁধের পাশে (দক্ষিণ দিকে) আলাম খাঁরকান্দি, ওছিম উদ্দিন মাদবরকান্দি, উকিল উদ্দিন মুন্সিকান্দি এবং মঙ্গল মাঝি-সাত্তার মাদবর ঘাট ও বাজার অবস্থিত।
পাউবো সূত্র বলছে, গত বছর নভেম্বর মাসে জাজিরার নাওডোবা জিরো পয়েন্ট এলাকায় পদ্মা সেতু প্রকল্প এলাকা রক্ষা বাঁধের ১০০ মিটার অংশে ভাঙন দেখা দেয়। এরপর এ বছর ৭ জুন আবার বাঁধের ১০০ মিটার, ৭ জুলাই ২০০ মিটার, ৯ জুলাই ১০০ মিটার, ২৩ জুলাই ১০০ মিটার অংশ ভেঙে নদীতে ধসে পড়ে। বৃহস্পতি ও শুক্রবার ওই বাঁধের আরও ২০০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে ৬০০ মিটার অংশে বালুভর্তি জিও ব্যাগ ফেলছে পাউবো। এ পর্যন্ত ওই এলাকায় ১ লাখ ৫৫ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। তাতে ব্যয় হয়েছে ৭ কোটি টাকা। তাও কোনো কাজে লাগেনি। ভাঙনের কারণে ওই জিও ব্যাগগুলো নদীতে তলিয়ে গেছে। ওই এলাকা দিয়ে নদী অন্তত ১০০ মিটার হতে ১৫০ মিটার ভেতরে (দক্ষিণ দিকে) প্রবেশ করেছে।
বৃহস্পতিবার বিকেলে পদ্মার ভাঙনে আলম খাঁরকান্দি এলাকার আবুল বাশার মাদবরের দুটি ঘরসহ বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ঘরের অবশিষ্ট জিনিসপত্র তিনি সড়কের পাশে স্তূপ করে রেখেছেন। আবুল বাশার প্রথম আলোকে বলেন, ‘পদ্মা তীরে বাড়ি হওয়ায় তিন দফা ভাঙনের কবলে পড়েছি। পদ্মা সেতু নির্মাণের সময় বাড়ির সঙ্গে বাঁধটি হওয়ায় ভেবেছিলাম আর কখনো ভাঙনে নিঃস্ব হতে হবে না। কিন্তু তা আর হলো না, আমার সব শেষ। এখন বেঁচে থাকার জন্য আর কিছুই রইল না। উদ্বাস্তু হয়ে রাস্তায় আশ্রয় নিয়েছি।’
ভাঙন আতঙ্কে গতকাল শুক্র ও আজ শনিবার তিনটি গ্রামের ৫০টি বসতবাড়ির বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। আলী হোসেন মাদবর নামের একজন শনিবার সকাল থেকে দুটি বসতঘর ভেঙে মালামাল সরাচ্ছিলেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘ভাঙনের কারণে একটু দুশ্চিন্তায় ছিলাম। রাতে আতঙ্কে ঘুমাতে পারতাম না। এখন আর পদ্মা পারে থাকতেই পারলাম না। বাপ-দাদার ভিটেমাটি ফেলে ঘর নিয়ে চলে যাচ্ছি। জানি না কোথায় গিয়ে আশ্রয় নেব।’
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান প্রথম আলোকে জানান, নদীতে অনেক স্রোত। ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে, তাতেও কোনো কাজ হচ্ছে না। ভাঙনের কারণে বালুভর্তি জিও ব্যাগ নদীতে তলিয়ে যাচ্ছে। জাজিরার ওই স্থানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে। সেই প্রক্রিয়া শুরু হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙনের শিকার হয়ে মানুষ নিঃস্ব হচ্ছে, এটা কষ্টদায়ক। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য টিন, নগদ টাকা ও খাদ্য সহায়তা দিয়েছি। যাঁরা ভিটেমাটি হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছেন, তাঁদের পুনর্বাসন করার জন্য খাসজমি খোঁজা হচ্ছে। সেই জমিতে তাঁদের ঘর নির্মাণ করে দেওয়া হবে।’