আওয়ামী লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল
Published: 7th, February 2025 GMT
দেশের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র, সারা দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের ও তাণ্ডবের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে চিটাগাং, শিমরাইল স্ট্যান্ড প্রদক্ষিন করে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা মাহাবুব হোসেন বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিদেশে বসে পলাতক স্বৈরাচার ষড়যন্ত্র করে যাচ্ছে। এদেশের সাধারন মানুষ ও শিক্ষার্থীরা সকলেই আমরা ঐক্যবদ্ধ আছি ফ্যাসিস্টদের যেকোন ষড়যন্ত্র মোকাবেলায়। আমরা সিদ্ধিরগঞ্জ থানা যুবদল আওয়ামী ফ্যাসিস্টদের যেকোন ষড়যন্ত্রকে প্রতিহত করতে রাজপথে ছিলাম আছি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মনজুরুল আলম মুসা,জাকির হোসেন, কামরুল হাসান সেন্টু,হাসান রাজা, মোশাররফ হোসেন, ওয়াসিম,আলী রাজ, মাসুদ বাঙালি,মিলন হোসেন, শহিদুল ইসলাম,কল জাকির হোসেন, রাজীব আহাম্মদ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ য বদল ন র য়ণগঞ জ আওয় ম ল গ স দ ধ রগঞ জ ষড়যন ত র য বদল
এছাড়াও পড়ুন:
হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচরের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানা-পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আলাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ার শ্বশুরবাড়িতে পালিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে হাতিয়া থানা হাজতে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন জোড়খালী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গোপন সংবাদে বিষয়টি টের পাওয়ার পরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি এ কে এম আজমল হুদা জানান, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আলাউদ্দিন ও তাঁর ১৫ সহযোগীর বিরুদ্ধে থানায় নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।