ঝালকাঠিতে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের লিফলেট বিতরণ পণ্ড
Published: 12th, February 2025 GMT
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের লিফলেট বিতরণ কর্মসূচি পণ্ড হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বিকেলে উপজেলার বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সায়মন (২৫) ও সাব্বির (২২) নামের ছাত্রদলের দুজন কর্মী আহত হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি মো.
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকে বিএনপি নেতা হাবিবুর রহমানের নেতৃত্বে অনুসারীরা কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রাষ্ট্রমেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছিলেন। বিকেলের দিকে রাজাপুর বাইপাস এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় প্রতিপক্ষের হামলায় তাঁদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।
হাবিবুর রহমানের অনুসারী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম আজম প্রথম আলোকে বলেন, সদ্য স্থগিত হওয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম উদ্দিন আকনের নেতৃত্বে হামলায় তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড হয়ে গেছে। হামলায় ছাত্রদলের দুজন কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় তাঁরা রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হবে।
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা নাসিম উদ্দিন আকনের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পাওয়া যায়। এদিকে ঘটনার পর সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে রফিকুল ইসলামের অনুসারী উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ বলেন, আজকে যাঁরা বিএনপির পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন, তাঁরা বিএনপি থেকে বহিষ্কৃত শাহজাহান ওমরের অনুসারী। তাঁদের রাজাপুর উপজেলাবাসী চেনেন না। তাঁরা উপজেলা বিএনপির নেতাদের না জানিয়ে এ কর্মসূচি পালন করেন। রাজাপুরের মানুষ তাঁদের প্রতিহত করেছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় বিএনপির একটি পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র এ ঘটন উপজ ল
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।