নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে পি.এম নিটেক্স লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কারখানার প্রবেশদ্বারে ৩ শতাধিক নারী ও পুরুষ শ্রমিক একত্রিত হয়ে তাদের ছুটিকালীন ভাতা শতভাগ দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।  

আন্দোলনে অংশে নেওয়া নারী শ্রমিক আকলিমা বলেন, আমরা সারাবছর কাজ করি মালিকপক্ষের জন্যে। তারা আমাদের ছুটিকালীন ভাতা শতভাগ করতে অনীহা করছে। আমরা তা মানবো না। 


আরেক শ্রমিক আব্দুল্লাহ জানান, আমরা ন্যায্য দাবিতে আন্দোলনে নেমেছি। আমাদের সাথে অবিচার করা হচ্ছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।

পি.

এম নিটেক্স লিমিটেড গার্মেন্টেসের ম্যানেজার (এডমিন) জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, শ্রমিকরা ছুটির ভাতা শতভাগের দাবিতে বিক্ষোভ করেছিলো। খবর পেয়ে পুলিশ ওই গার্মেন্টসে গিয়ে বিষয়টি সমাধানের আশ^াস দিল পরিবেশ স্বাভাবিক হয়। 
 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ শতভ গ

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ