রোবট নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অনেক বছর ধরে। আধুনিক সময়ে রোবটের বহুমাত্রিক ব্যবহার নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। একদল বিজ্ঞানী নতুন ধরনের রোবট নিয়ে কাজ করছেন, যেগুলো নাকি ধোঁয়ার মধ্যেও দেখতে পারে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে এমন রোবট নিয়ে কাজ চলছে। সেখানে বিজ্ঞানীরা রোবটের রেডিও-ভিত্তিক সেন্সিং–ব্যবস্থা নিয়ে কাজ করছেন। পরীক্ষার সময় দেখা যায়, বেতারতরঙ্গ রোবট বা স্বায়ত্তশাসিত যানবাহনকে ঘন ধোঁয়া, তীব্র বৃষ্টি বা বিভিন্ন কোনায় দেখার সক্ষমতা দেয়। এ ধরনের তরঙ্গ লুকানো অস্ত্রও শনাক্ত করতে পারে।

বেতারতরঙ্গের ওপর ভিত্তি করে ভিজ্যুয়াল চিত্র অনুকরণ করা রোবট ও স্বায়ত্তশাসিত যানবাহনের জন্য বেশ অস্বাভাবিক ও অপ্রচলিত পদ্ধতি। সাধারণভাবে অপটিক্যাল ক্যামেরা, লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (লাইডার) প্রযুক্তি ও অন্যান্য সেন্সর রোবটদের দেখার জন্য ব্যবহার করা হয়। যদিও বেতারতরঙ্গ ব্যবহার করে রাডার, বিমান, জাহাজ ও আবহাওয়ার তথ্য জানার কাজ চলছে। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মিংমিন ঝাও ও তাঁর গবেষক দল সেই বেতারতরঙ্গ ব্যবহার করে রোবটদের দেখার জন্য একটি সম্ভাব্য শক্তিশালী উপায় তৈরি করেছেন। নতুন পদ্ধতিতে দেখা যায়, একটি অন-বোর্ড কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা বেতারের মাধ্যমে সংগৃহীত তথ্য ব্যবহার করে চারপাশের পরিবেশের একটি ত্রিমাত্রিক চিত্র তৈরি করে। বিজ্ঞানী ঝাও বলেন, ‘আমরা মূলত রোবটদের অতিমানবীয় দৃষ্টি দিতে সাহায্য করছি। যেসব পরিস্থিতিতে মানুষের চোখ বা ভিজ্যুয়াল সেন্সর পারে না, তা রোবটরা পারবে। এই প্রযুক্তি ভবিষ্যতের অনুসন্ধান ও উদ্ধারকারী রোবটকে আগুন লাগা ভবন থেকে মানুষকে বাঁচাতে সাহায্য করতে পারে।’

ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালির অংশ বেতারতরঙ্গ আসলে আলোর একটি রূপ। এই বর্ণালির মধ্যে এক্স-রে ও গামা রশ্মিও রয়েছে। বর্ণালির একটি ছোট অংশ দৃশ্যমান আলো হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। আলোকশক্তি বলে বেতারতরঙ্গ পৃষ্ঠ ও পদার্থ থেকে দৃশ্যমান আলোর চেয়ে কিছুটা ভিন্নভাবে প্রতিফলিত হতে পারে। অধ্যাপক ঝাও ও তাঁর দল রোবটকে এমনভাবে ডিজাইন করেছেন, যেন তা বেতারতরঙ্গের প্রতিফলন অনুভব করতে পারে। বেতারতরঙ্গ দৃশ্যমান আলোকতরঙ্গের চেয়ে অনেক দীর্ঘ। অর্থাৎ ক্ষুদ্র ধোঁয়ার কণা দ্বারা অবরুদ্ধ হয় না। এই বিষয়কে মাথায় নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা। এই তরঙ্গের মাধ্যমে রোবটরা আশপাশের সব কোনায় দেখতে পারে।

মার্কিন সংস্থা ওয়াভসেনসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফ্যাবিও দা সিলভা বলেন, ‘আমরা একটি অ্যালগরিদম তৈরি করেছি, যা আপনাকে তাৎক্ষণিকভাবে ও ক্রমাগতভাবে পুরো স্থানটি সম্পর্কে ধারণা দেয়। কোনো অ্যানটেনা না ঘুরিয়েই এই কাজ করা যায়।’

পুরো বিষয়টি আসলে বাদুড় যেভাবে তরঙ্গের মাধ্যমে ইকোলোকেশন ঠিক করে, তেমনই। এর আগে কিছু গবেষক বিভিন্ন অস্ত্র শনাক্ত করতে বেতারতরঙ্গ ব্যবহার করেছেন।

সূত্র: বিবিসি

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ করছ ন ক জ কর

এছাড়াও পড়ুন:

বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।

প্রশিক্ষণের বিষয়

১. বেসিক কম্পিউটার,

২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,

৩. ইন্টারনেট,

৪. গ্রাফিক ডিজাইন,

৫. ফ্রিল্যান্সিং,

৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।

আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা

১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,

২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,

৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,

৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে

১. ঢাকা,

২. চট্টগ্রাম,

৩. রাজশাহী,

৪. খুলনা,

৫. বরিশাল,

৬. সিলেট,

৭. দিনাজপুর,

৮. গোপালগঞ্জ।

আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র

১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,

২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,

৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,

৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,

৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।

নিবন্ধন ফি

মনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।

দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে

সম্পর্কিত নিবন্ধ