তোমার হলো শুরু, আমার হলো সারা! ওমর মারমুশকে এই কথা গুলোই এখন বলতে পারেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অলরেডদের সঙ্গে সামনের জুন পর্যন্ত চুক্তি আছে সালাহর। ধারণা করা হচ্ছে এরপর সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন এই ৩২ বছর বয়সী উইঙ্গার। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শেষ ৮ বছরের মিশরীয় রাজত্ব শেষ হয়ে যেত। তবে ইপিএলে তৃতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন মারমুশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) ইপিএলে উড়তে থাকা নিউক্যাসলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে দলের জয়ে অসামান্য ভূমিকা রাখেন মারমুশ।
ঘরের মাঠ ইতিহাদে এদিন ছয়টি পরিবর্তন এনে প্রথম একাদশ সাজান পেপ গার্দিওলা। বের্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞদের স্থান হয়েছিল বেঞ্চে। তবে ম্যাচের শুরু থেকেই সফরকারী নিউক্যাসলের ওপর দাপট ছিল সিটির।
আরো পড়ুন:
উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল
সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে। সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। দুরন্ত গতিতে গিয়ে বক্সের মুখ থেকে নেওয়া শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুন্দোয়ান। পাস থেকে। এরপর স্যাভিনিওর অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়।
ম্যাচের ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে গোল করে নিউক্যাসলের কফাইন শেষ পেরেকটা ঠুকে দেন জেমস ম্যাকাটি। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দুই ও তিনে রয়েছে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
চিরসবুজ অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। ১৯৫৩ সালের ৩০ জুলাই বাগেরহাটে জন্মগ্রহণ করেন। আজ ৭১ বছর পূর্ণ করলেন সত্তরের দশকের অন্যতম সেরা এই অভিনেত্রী। জন্মদিন উপলক্ষে গত বছর একটি সাক্ষাৎকার দেন ববিতা। এ আলাপচারিতায় জীবনবোধ নিয়ে কথা বলেন এই শিল্পী।
জীবন নিয়ে ববিতা বলেন, “যে জীবন মানুষের কোনো উপকারে আসে না, সে জীবন সার্থক নয়। মরে গেলে আমার ছেলে অনিক আমাকে অনেক মিস করবে। একমাত্র ছেলে তো, ওর কথা খুব ভাবি। ভক্তরা আমাকে কতটুকু মনে রাখবেন, জানি না।”
একটি ঘটনা উল্লেখ করে ববিতা বলেন, “এই জীবনে একটা জিনিস খুব ভালো লেগেছে। অনেক শিল্পীকে তা দেওয়া হয়নি, হোক তা ভারতে কিংবা বাংলাদেশ। ২০২৩ সালে আমাকে যুক্তরাষ্ট্রের ডালাসের মেয়র আজীবন সম্মাননা দিয়েছেন। সেদিন আরেকটা গুরুত্বপূর্ণ সম্মান দিয়েছেন, ৬ আগস্টকে ‘ববিতা ডে’ ঘোষণা করেছেন। তার মানে আমি বেঁচে না থাকলেও দিনটা উদযাপিত হবে। এটা আমার ভীষণ ভালো লেগেছে।”
আরো পড়ুন:
বধূবেশে অভিষেক কন্যা
জসীম পুত্রের মৃত্যু: ভাই রাহুলের আবেগঘন পোস্ট
মৃত্যুর কথা স্মরণ করে ববিতা বলেন, “তবে কবরে একা থাকার কথা ভাবলে হঠাৎ কেমন যেন লাগে। আরেকটা বিষয়, আমি অনেক দিন বেঁচে থাকতে চাই না। অসুখ–বিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না। আমি কারো বোঝা হয়ে বাঁচতে চাই না।”
কারণ ব্যাখ্যা করে ববিতা বলেন, “চারপাশে অনেক আত্মীয়স্বজনকে দেখেছি, দিনের পর দিন বিছানায় অসুস্থ হয়ে কষ্ট পেয়েছেন। যারা একা থাকেন, তাদের জন্য এই কষ্ট যেন আরো বেশি। তাই সব সময় এটা ভাবি, কখনোই যেন অন্যের বোঝা না হই।”
সিনেমায় অভিনয়ের ইচ্ছা ববিতার কখনো ছিল না। পরিচালক জহির রায়হানের ‘সংসার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও প্রথমে রাজি হননি। পরে মা আর বোনের পীড়াপীড়িতে অভিনয় করেন। তখন তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়েন। মুক্তির পর সিনেমাটি সুপারফ্লপ হয়।
পরিচালক জহির রায়হান আবারো ‘জ্বলতে সুরজ কে নিচে’ উর্দু সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে বললে প্রথমে রাজি হননি ববিতা। তখন বয়স মাত্র ১৪। কিন্তু সিনেমার বেশির ভাগ শুটিং হওয়ার পরও শিল্পীদের শিডিউল মেলাতে না পারায় সিনেমাটি আর শেষ করা হয় না।
এরপর জহির রায়হান ববিতাকে নিয়ে বাংলা সিনেমা বানান। মুক্তির পর সিনেমাটি সুপারহিট হয়। অভিনয় করার ইচ্ছা না থাকলেও সিনেমা হিট হওয়ায় আবারো ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর ‘স্বরলিপি’, ‘পিচঢালা পথ’, ‘টাকা আনা পাই’ সিনেমায় জুটি বাঁধেন রাজ্জাক-ববিতা। প্রতিটি সিনেমাই সুপারহিট।
ঢাকা/শান্ত