তোমার হলো শুরু, আমার হলো সারা! ওমর মারমুশকে এই কথা গুলোই এখন বলতে পারেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। অলরেডদের সঙ্গে সামনের জুন পর্যন্ত চুক্তি আছে সালাহর। ধারণা করা হচ্ছে এরপর সৌদি প্রো লিগে পাড়ি জমাবেন এই ৩২ বছর বয়সী উইঙ্গার। সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শেষ ৮ বছরের মিশরীয় রাজত্ব শেষ হয়ে যেত। তবে ইপিএলে তৃতীয় ম্যাচেই হ্যাটট্রিক করে নিজের জাত চেনালেন মারমুশ।
শনিবার (১৫ ফেব্রুয়ারি, ২০২৫) ইপিএলে উড়তে থাকা নিউক্যাসলকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। মাত্র ১৪ মিনিটের মধ্যে তিন গোল করে দলের জয়ে অসামান্য ভূমিকা রাখেন মারমুশ।
ঘরের মাঠ ইতিহাদে এদিন ছয়টি পরিবর্তন এনে প্রথম একাদশ সাজান পেপ গার্দিওলা। বের্নার্ডো সিলভা ও কেভিন ডি ব্রুইনার মতো অভিজ্ঞদের স্থান হয়েছিল বেঞ্চে। তবে ম্যাচের শুরু থেকেই সফরকারী নিউক্যাসলের ওপর দাপট ছিল সিটির।
আরো পড়ুন:
উড়তে থাকা বোর্নমাউথকে হারিয়েও অস্বস্তিতে লিভারপুল
সালাহর ‘একশর’ দিনে লিভারপুলের দাপুটে জয়
স্বাগতিক দর্শকরা উৎসবে মাতেন ১৯ মিনিটে। সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসনের বাড়ানো বল হেড দিয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন ক্যাসল ডিফেন্ডার। দুরন্ত গতিতে গিয়ে বক্সের মুখ থেকে নেওয়া শটে মারমুশ নিজের গোলের খাতা খোলেন। এ নিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্ট করলেন এডারসন। পাঁচ মিনিট পরই মারমুশ দ্বিতীয় গোল পেয়ে যান ইলকাই গুন্দোয়ান। পাস থেকে। এরপর স্যাভিনিওর অ্যাসিস্টে ৩৩তম মিনিটে হ্যাটট্রিকও পূর্ণ করেন ২৬ বছর বয়সী এই মিশরীয়।
ম্যাচের ৮৪ মিনিটে আর্লিং হালান্ডের হেড থেকে গোল করে নিউক্যাসলের কফাইন শেষ পেরেকটা ঠুকে দেন জেমস ম্যাকাটি। এই জয়ে ২৫ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের চারে অবস্থান করছে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুল ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২৫ ম্যাচে ৫৩ ও ৪৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে টেবিলের দুই ও তিনে রয়েছে আর্সেনাল ও নটিংহ্যাম ফরেস্ট।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বন্দীদের ফুল দিয়ে বরণ, চালু হলো ফেনীর দ্বিতীয় কারাগার
সংস্কার শেষে ফেনীর দ্বিতীয় কারাগার চালু হয়েছে। আজ শনিবার সকালে বন্দীদের ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে এ কারার যাত্রা শুরু হয়। এতে চট্টগ্রাম বিভাগের আটটি কারাগারের সাজাপ্রাপ্ত আসামিদের ও ফেনী জজ আদালতে বিচারাধীন মামলার আসামিদের রাখা হবে।
কারা সূত্র জানায়, দেশের পুরোনো চারটি কারাগারের মধ্যে ফেনী-২ কারাগার একটি। শত বছরের পুরোনো এ কারাগার ভবন ছিল জরাজীর্ণ। এ কারণে ২০১৯ সালে ১২ জানুয়ারি এ কারাগার থেকে বন্দীদের ফেনীর শহরতলির রানীরহাট এলাকার নতুন কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে কারাগারটি অনেকটা ‘পরিত্যক্ত’ অবস্থায় ছিল।
নতুন করে চালু হওয়া কারাগারটির অবস্থান ফেনী শহরের মাস্টারপাড়ায়। এটি ১৯১৫ সালে সাবজেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৯৮ সালে জেলা এটিকে কারাগারে উন্নীত হয়। এ কারাগারের বর্তমান ধারণক্ষমতা ১৭২ জন। এর মধ্যে ১৭০ জন পুরুষ ও ২ জন নারী। কারাগার চালু করার জন্য গতকাল কুমিল্লা জেলা কারাগার থেকে ২৪ জন ও চট্টগ্রাম থেকে চারজন বন্দীকে আনা হয়েছিল। তাঁরা সবাই সশ্রম সাজাপ্রাপ্ত। এ কারাগারে তাঁরা রান্নার দায়িত্বে থাকবেন।
কারা কর্তৃপক্ষ জানায়, ধাপে ধাপে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বন্দীদের ফেনীর দ্বিতীয় কারাগারে আনা হবে। আপাতত এতে কেন্দ্রীয় কারাগার থেকে ২৬ জন, কুমিল্লা থেকে ৭৪ জন, নোয়াখালী থেকে ১৫ জন, লক্ষ্মীপুর থেকে ৪ জন এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৩ জন বন্দী এখানে স্থানান্তর করা হবে। এতে সেল, রান্নাঘর, কিশোর ওয়ার্ড, মসজিদসহ প্রয়োজনীয় সুবিধা রয়েছে। এ কারাগার নিয়ে বর্তমানে দেশে কারার সংখ্যা ৭১।
জানতে চাইলে ফেনী-২–এর জেল সুপার মো. দিদারুল আলম বলেন, ‘রাষ্ট্র চায়, কারাগার শুধু শাস্তির জায়গা নয়, সংশোধনের কেন্দ্র হোক। এরই অংশ হিসেবে সংস্কার শেষে ফেনী কারাগার-২ চালু হয়েছে।’
কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফেরদৌস মিয়া প্রথম আলোকে বলেন, ‘এ কারাগারে স্থানান্তরিত বন্দীদের সব সুযোগ-সুবিধা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে। চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও যোগদান করেছেন। বেশির ভাগ পদে কর্মচারীরাও কাজ শুরু করেছেন।’