পাকিস্তানে বন্দুকযুদ্ধে ৪ সেনাসহ ১৫ সন্ত্রাসী নিহত
Published: 16th, February 2025 GMT
পাকিস্তানে বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর চার সদস্য ও ১৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুটি ঘটনায় তারা নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এসব তথ্য জানিয়েছে।
সন্ত্রাসীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাইবার পাখতুনখোয়া ডেরা ইসমাইল খান জেলার হাতালা এলাকায় অভিযান চালানো হয়। এতে ৯ সন্ত্রাসী নিহত হয়।
নিহতরা আইনশৃঙ্খলা বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল বলেও দাবি করেছে আইএসপিআর। এর পর দ্বিতীয় অভিযান চালানো হয় উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকায়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় সন্ত্রাসী ও চার সেনাসদস্য নিহত হন। ডন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে৪৭সহ অস্ত্র–গোলাবারুদ উদ্ধার: আইএসপিআর
পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাহাড়ে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একে৪৭সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে আইএসপিআর এ বিজ্ঞপ্তি দেয়। অভিযানটি এখনো চলছে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান ও গোলাগুলি হয়েছে। একে৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অপারেশন চলমান রয়েছে।