বিএনপি যাঁরা করেছেন, তাঁরা ছিলেন উন্নয়নবঞ্চিত: সিলেটে তাহসিনা রুশদীর
Published: 17th, February 2025 GMT
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘গত ১৭ বছর মানুষের কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু আওয়ামী লীগের। বিএনপি যাঁরা করেছেন, তাঁরা ছিলেন উন্নয়নবঞ্চিত। তবু বিএনপি প্রবাসী নেতা-কর্মীদের সহযোগিতায় বিভিন্ন রকমের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকেছে। আর উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের সম্পদ লুট করেছে।’
আজ সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশ্বনাথ সোসাইটি ইউকের’ উদ্যোগে ও ‘শাহ ফাউন্ডেশন’–এর ব্যবস্থাপনায় ১৬০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার টাকা দেওয়া হয়।
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে জানিয়ে তাহসিনা রুশদীর বলেন, ‘দীর্ঘদিন ভোট প্রদান থেকে বঞ্চিত থাকা জনসাধারণ নিজেদের আমানতের মহামূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন, এমনটা আমাদের আশা। বিএনপি সরকার গঠন করলে অনিয়ম-দুর্নীতিমুক্ত শান্তির বিশ্বনাথ গঠনে কাজ করব।’
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়