বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘গত ১৭ বছর মানুষের কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু আওয়ামী লীগের। বিএনপি যাঁরা করেছেন, তাঁরা ছিলেন উন্নয়নবঞ্চিত। তবু বিএনপি প্রবাসী নেতা-কর্মীদের সহযোগিতায় বিভিন্ন রকমের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকেছে। আর উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগণের সম্পদ লুট করেছে।’

আজ সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশ্বনাথ সোসাইটি ইউকের’ উদ্যোগে ও ‘শাহ ফাউন্ডেশন’–এর ব্যবস্থাপনায় ১৬০টি অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে নগদ এক হাজার টাকা দেওয়া হয়।

আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে জানিয়ে তাহসিনা রুশদীর বলেন, ‘দীর্ঘদিন ভোট প্রদান থেকে বঞ্চিত থাকা জনসাধারণ নিজেদের আমানতের মহামূল্যবান ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন, এমনটা আমাদের আশা। বিএনপি সরকার গঠন করলে অনিয়ম-দুর্নীতিমুক্ত শান্তির বিশ্বনাথ গঠনে কাজ করব।’

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.

শাহজাহান ও পৌর যুবদলের জ্যেষ্ঠ সদস্য ওয়াসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় সভা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলাম।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বন থ ব এনপ

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৩ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মঞ্জু টেক্সটাইলে এন্ড ডাইং কারখানায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে কারখানার দুই নিরাপত্তাকর্মীসহ তিন জন দগ্ধ হয়েছে। 

বৃহস্পতিবার (১ মে) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তারাবো পৌরসভার কাজীপাড়া এলাকায় কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, সিকিউরিটি ইনচার্জ আব্দুল হান্নান, গার্ড কবির হোসেন ও সিনিয়র অফিসার সাইফুল ইসলাম।

কারখানার সুপারভাইজার মিজানুর জানান, নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা চলে যাওয়ার ঠিক পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এ সময় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে।

আরো পড়ুন:

গাজীপুরে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ, সবার অবস্থা আশঙ্কাজনক

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

তিনি জানান, কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার খবর পেয়ে ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলে। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। শুনেছি তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত নিবন্ধ