আকসারকে ডিনারে নেব, কৃতিত্ব হৃদয়-জাকেরের: রোহিত
Published: 21st, February 2025 GMT
৩৫ রানে পাঁচ উইকেট হারানোর পর খোঁজা শুরু হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সর্বনিম্ন রান কত। সেটি করতে হয়নি তাওহীদ হৃদয় ও জাকের আলীর কল্যাণে।
দুজনে রেকর্ড জুটি গড়ে দলীয় স্কোর দুইশ পার করেন। হৃদয় ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেও জাকের থামেন ফিফটি করেন। দুজনে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ষষ্ঠ উইকেটে রেকর্ড ১৫৪ রান করেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও এই উইকেটে এটি সর্বোচ্চ জুটি।
ম্যাচ শেষে হৃদয়-জাকেরকে কৃতিত্ব দেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, “বড় জুটি গড়ার জন্য জাকের ও হৃদয়কে কৃতিত্ব দিতে হবে ।“
দুজনের পথচলা ছিল বন্ধুর। ইনিংস গড়া যখন শুরু করেন তখন দলের অবস্থা ছিল শোচনীয়। আকসার প্যাটেল পরপর দুই বলে উইকেট নিয়ে ছিলেন হ্যাটট্রিকের মুখে। মাঠে এসেই প্রথম বলে ক্যাচ তুলে দেন জাকের। উদযাপন শুরু করেছিলেন এই স্পিনার। কিন্ত না, স্লিপে থাকা রোহিত তালুবন্দি করতে পারেননি।
ক্যাচ না ধরতে পারায় হতাশায় মাটি চাপড়াতে থাকেন রোহিত। ম্যাচ শেষেও এই প্রসঙ্গে কথা বলেছেন। হ্যাটট্রিক মিস করানোর জন্য আকসারকে ডিনারে নিয়ে যেতে চান ভারত অধিনায়ক।
“আমি আগামীকাল তাকে ডিনারে নিয়ে যেতে পারি (হাসি)। এটা একটা সহজ ক্যাচ ছিল, স্লিপে দাঁড়িয়ে আমি যে স্ট্যান্ডার্ড তৈরি করেছি, আমার এই ক্যাচটা নেওয়া উচিত ছিল, কিন্তু এসব ঘটে।”
ঢাকা/রিয়াদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল