সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার খবরে একটু বিস্ময়ই জন্মেছিল। দেশে এসে টেস্ট খেলতে পারেননি তিনি। বিপিএল খেলতে আসতে পারেননি দেশে। মাথায় আবার হত্যা মামলার বোঝা। 

সাকিব কি সত্যিই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলতে আসবেন ডিপিএলের দলবদলের খবরের পরই চাউর হয়েছিল এই প্রশ্ন। 

তবে ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া গেছে উত্তর। সাকিব ডিপিএল খেলতে দেশে ফিরবেন না। তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। দলে তার নাম না রাখার জন্য ক্লাবকে অনুরোধ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার। 

বিষয়টি নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘সাকিব অনুরোধ করেছেন, তার দলবদল স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্মান রেখে, তার আবেদনটা আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি।’

সাকিব নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিব দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসার ঘোষণা দিয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফিরে হোম অব ক্রিকেট মিরপুরে ম্যাচ খেলার অনুমতি পাননি তিনি। ফিরে যান যুক্তরাষ্ট্রে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল স ক ব আল হ স ন ড প এল

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ