সাকিব আল হাসানের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার খবরে একটু বিস্ময়ই জন্মেছিল। দেশে এসে টেস্ট খেলতে পারেননি তিনি। বিপিএল খেলতে আসতে পারেননি দেশে। মাথায় আবার হত্যা মামলার বোঝা। 

সাকিব কি সত্যিই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ডিপিএল খেলতে আসবেন ডিপিএলের দলবদলের খবরের পরই চাউর হয়েছিল এই প্রশ্ন। 

তবে ২৪ ঘণ্টার মধ্যেই পাওয়া গেছে উত্তর। সাকিব ডিপিএল খেলতে দেশে ফিরবেন না। তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। দলে তার নাম না রাখার জন্য ক্লাবকে অনুরোধ করেছেন দেশ সেরা এই ক্রিকেটার। 

বিষয়টি নিশ্চিত করে লিজেন্ডস অব রূপগঞ্জের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘সাকিব অনুরোধ করেছেন, তার দলবদল স্থগিত রাখতে। সাকিবের প্রতি সম্মান রেখে, তার আবেদনটা আনুষ্ঠানিকভাবে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি।’

সাকিব নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়। এরপর সাকিব দেশে ফিরতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে আসার ঘোষণা দিয়ে দুবাই পর্যন্ত আসলেও দেশে ফিরে হোম অব ক্রিকেট মিরপুরে ম্যাচ খেলার অনুমতি পাননি তিনি। ফিরে যান যুক্তরাষ্ট্রে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল স ক ব আল হ স ন ড প এল

এছাড়াও পড়ুন:

দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা

আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।

১চেলসি (২০২৩–২৪)

খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো

২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো

সম্পর্কিত নিবন্ধ

  • ক্লাব ফুটবলের দলবদলে সবচেয়ে বেশি ব্যয় করা ১০ কোচ
  • দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা