ঠিকানা খুঁজে পাচ্ছেন না লিটন দাস
Published: 23rd, February 2025 GMT
চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি। এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ঠিকানা খুঁজে পাচ্ছেন না লিটন দাস। দেশের ক্রিকেটের বড় এই তারকা দুই দিনের দলবদল শেষেও কোনো ক্লাবকে চূড়ান্ত ঠিকানা হিসেবে বেছে নিতে পারেননি।
গতকাল দলবদলের প্রথম দিনই সিসিডিএম কার্যালয়ে এসে নিজের টোকেন তুলে নিয়ে গেছেন। তবে গত আসরে আবাহনীর হয়ে খেলা এই ক্রিকেটার কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেননি এখন পর্যন্ত। আজ সন্ধ্যায় দুই দিনে দলবদল করা ১৬৫ জন ক্রিকেটারের যে তালিকা দিয়েছে সিসিডিএম, তাতে লিটনের নাম নেই।
লিটনের প্রিমিয়ার লিগে এখনো ঠিকানা খুঁজে না পাওয়ার কারণ অবশ্য পারফরম্যান্স নয়। এমনও নয় যে তাঁকে নিতে আগ্রহী নয় কোনো দল; বরং বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেই লিটনের কথাবার্তা হয়েছে বলে জানা গেছে। টাকার অঙ্ক মিলছে না বলেই এখনো কোনো দলে নাম লেখানো হয়নি লিটনের। একটি ক্লাবের স্বত্বাধিকারী জানিয়েছেন, তাঁদের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত আর কিছু চূড়ান্ত হয়নি। হয়নি লিটন অনেক টাকা দাবি করায়। অঙ্কটা ৫০ লাখ বলেও জানা গেছে একটি সূত্রে।
তবে এখনো লিটনের প্রিমিয়ার লিগ খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। সিসিডিএমের সদস্যসচিব সাজ্জাদ হোসেইন প্রথম আলোকে জানিয়েছেন, লিটন যেহেতু টোকেন তুলে নিয়েছেন। এখন চাইলে যেকোনো সময়ই নিজের ক্লাব বেছে নিতে পারবেন। পুরোটাই নির্ভর করছে তাঁর ওপর।
চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ না পেয়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে যোগ দিয়েছিলেন লিটন দাস।.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল টন র
এছাড়াও পড়ুন:
ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড
৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।
২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।
তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।
ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড