উচুঁ মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া
Published: 23rd, February 2025 GMT
আবাহনী লিমিটেড তাকে ধরে রাখতে চেয়েছিল। দেশের ক্রিকেটের সফলতম ক্লাবটির ভাবনা ছিল, দেশের পরিবর্তিত পরিস্থিতি লিটন দাস কিছুটা বুঝবেন! শেষ কয়েক মৌসুম চাহিদা অনুযায়ী পারিশ্রমিক পাওয়ায় এবার অন্তত কিছুটা ছাড় দেবেন লিটন।
মোহাম্মদ মিথুন, মুমিনুল হকদের মতো ক্লাবটির পাশে থাকবেন। কিন্তু নিজের উচুঁ মূল্য লিটন ধরে রাখলেন। নিজের পারিশ্রমিকের যে স্ট্যান্ডার্ড ঠিক করেছেন সেটা থেকে নামতে চান না। এজন্য ঢাকা প্রিমিয়ার লিগে তার দলবদলের প্রক্রিয়া থমকে আছে।
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ছিল আজ রোববার। দুদিনে মোট ১৬৫ ক্রিকেটারের দলবদল সম্পন্ন হয়েছে। দুদিনে নির্ধারণ হয়নি লিটনের ঠিকানা। আগামী ৩ মার্চ ঢাকা লিগের পর্দা উঠবে। এর আগ পর্যন্ত অবশ্য লিটনের সুযোগ আছে নতুন ক্লাবে নাম লিখানোর। কেননা দল পরিবর্তনের জন্য টোকেন গ্রহণ করেছেন তিনি।
আরো পড়ুন:
সাকিবের ‘ইউটার্ন’
সাকিবসহ ১০৪ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, আগামীকাল করবেন তামিম
পুরোনো ক্লাবে তার খেলার সম্ভাবনা নেই। খেলতে হলে নতুন করে চুক্তি করে খেলতে হবে। নয়তো নতুন ক্লাবে। শোনা গেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিটনকে পেতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তার উচুঁ পারিশ্রমিকের কারণে কোনো দলই তাকে এখন পর্যন্ত নেয়নি।
দলবদলের শেষ দিনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলামদের দলবদল হয়েছে। তারা প্রত্যেকেই মোহামেডান শিবিরে গেছেন। আফিফ হোসেন আবাহনী থেকে গিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।
গতকাল প্রথম দিন সাকিব আল হাসান শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে গিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জে। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সাকিব নিজের নাম তুলে নেন দলবদল থেকে। ফলে তাকে ছাড়াই হবে এবারের ঢাকা লিগ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা।
কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।
মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ।
এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে।
কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে।
ঢাকা/ইমরান/রফিক