উচুঁ মূল্য লিটনের, ঝুলে আছে দলবদল প্রক্রিয়া
Published: 23rd, February 2025 GMT
আবাহনী লিমিটেড তাকে ধরে রাখতে চেয়েছিল। দেশের ক্রিকেটের সফলতম ক্লাবটির ভাবনা ছিল, দেশের পরিবর্তিত পরিস্থিতি লিটন দাস কিছুটা বুঝবেন! শেষ কয়েক মৌসুম চাহিদা অনুযায়ী পারিশ্রমিক পাওয়ায় এবার অন্তত কিছুটা ছাড় দেবেন লিটন।
মোহাম্মদ মিথুন, মুমিনুল হকদের মতো ক্লাবটির পাশে থাকবেন। কিন্তু নিজের উচুঁ মূল্য লিটন ধরে রাখলেন। নিজের পারিশ্রমিকের যে স্ট্যান্ডার্ড ঠিক করেছেন সেটা থেকে নামতে চান না। এজন্য ঢাকা প্রিমিয়ার লিগে তার দলবদলের প্রক্রিয়া থমকে আছে।
ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের প্রক্রিয়া সম্পন্নের শেষ দিন ছিল আজ রোববার। দুদিনে মোট ১৬৫ ক্রিকেটারের দলবদল সম্পন্ন হয়েছে। দুদিনে নির্ধারণ হয়নি লিটনের ঠিকানা। আগামী ৩ মার্চ ঢাকা লিগের পর্দা উঠবে। এর আগ পর্যন্ত অবশ্য লিটনের সুযোগ আছে নতুন ক্লাবে নাম লিখানোর। কেননা দল পরিবর্তনের জন্য টোকেন গ্রহণ করেছেন তিনি।
আরো পড়ুন:
সাকিবের ‘ইউটার্ন’
সাকিবসহ ১০৪ ক্রিকেটারের দলবদল সম্পন্ন, আগামীকাল করবেন তামিম
পুরোনো ক্লাবে তার খেলার সম্ভাবনা নেই। খেলতে হলে নতুন করে চুক্তি করে খেলতে হবে। নয়তো নতুন ক্লাবে। শোনা গেছে, মোহামেডান স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব লিটনকে পেতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তার উচুঁ পারিশ্রমিকের কারণে কোনো দলই তাকে এখন পর্যন্ত নেয়নি।
দলবদলের শেষ দিনে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলামদের দলবদল হয়েছে। তারা প্রত্যেকেই মোহামেডান শিবিরে গেছেন। আফিফ হোসেন আবাহনী থেকে গিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে।
গতকাল প্রথম দিন সাকিব আল হাসান শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে গিয়েছিলেন লিজেন্ডস অব রূপগঞ্জে। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে সাকিব নিজের নাম তুলে নেন দলবদল থেকে। ফলে তাকে ছাড়াই হবে এবারের ঢাকা লিগ।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দলবদলের বাজারে চেলসিই রাজা, শীর্ষ দশে আর কারা
আধুনিক ফুটবলের দলবদল মানেই টাকার বস্তা নিয়ে খেলোয়াড় কিনতে নামা। প্রতি মৌসুমেই শীর্ষ দলগুলোর চোখ থাকে সেরা খেলোয়াড়দের দিকে। যেমন নির্দিষ্ট একটি ট্রান্সফার উইন্ডোতে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। শীর্ষ দশে আরও কারা আছে, একনজরে দেখে নেওয়া যাক।
১চেলসি (২০২৩–২৪)খরচ: ৪৬ কোটি ৪০ লাখ ইউরো
২০২৩–২৪ মৌসুমে চেলসির দামি খেলোয়াড় মইসেস কাইসেদো