নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চাকরি, বেতন স্কেল ২৫,৩৮৩-৬৩,৪৫৬ টাকা
Published: 24th, February 2025 GMT
বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে জেনোম রিসার্চ ইনস্টিটিউট ও স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: রিসার্চ অফিসার
পদসংখ্যা: ১
বিভাগ: জেনোম রিসার্চ ইনস্টিটিউট
যোগ্যতা: পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ট্রেনিং বা টিচিং স্ট্যাটিসটিক্যাল মেথডসে বিশেষ করে কম্পিউটেশনাল বায়োলজি কনটেক্সটে অভিজ্ঞতা থাকতে হবে। আর, পাইথন, পার্ল, সি ++, জাভা বা এ ধরনের প্রোগ্রামিংয়ে দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: ২৫ থেকে ৩২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন স্কেল: ২৫,৩৮৩–৬৩,৪৫৬ টাকা
২.
পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট
পদসংখ্যা: ১
বিভাগ: স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে এমপিএইচ/এমএসসি ডিগ্রি থাকতে হবে। স্ট্যাটিসটিকস/বায়োস্ট্যাটিসটিকস/এপিডেমিওলজি বিষয়ে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। পাবলিক হেলথ রিসার্চে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে। এসটিএটিএ, আর, এসপিএসএসের কাজ জানতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও যোগাযোগে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন স্কেল: ২৫,৩৮৩-৬৩,৪৫৬ টাকা
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নর্থ সাউথ ইউনিভার্সিটির চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ ২০২৫।
আরও পড়ুনডাক জীবন বীমায় চাকরি, নয় ক্যাটাগরিতে পদ ৫৬২৩ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।
আরো পড়ুন:
হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।
ঢাকা/রুমন/বকুল