চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হেরেছে বাংলাদেশ। নাজমুল শান্ত-মুশফিক-রিয়াদদের এমন পারফরম্যান্স হতাশ করেছে বাংলাদেশের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মসকিন শেখকে। 

পাকিস্তানি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই অ্যানালিস্টের মতে, এভাবে খেলতে থাকলে বাংলাদেশের দশা জিম্বাবুয়ের মতো হবে। এছাড়া বাংলাদেশ দলের এমন বাজে পরিণতির জন্য বোর্ডের অব্যবস্থাপনা, ঘরোয়া কাঠমো ধসে পড়া ও মেধার অবমূল্যায়নকে দায়ী করেছেন তিনি। 

অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দলের অ্যানালিস্ট হিসেবে কাজের অভিজ্ঞতাসম্পন্ন মহসিন শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করে লেখেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একেবারেই এক!’

সেই সমস্যাগুলো উল্লেখ করে তিনি লেখেন, ‘শুরুতেই ভুলটা হয়েছে দুর্বল দল নির্বাচন করে। এর সঙ্গে চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন ও জবাবদিহির অভাব রয়েছে বোর্ডে। যারা বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে। তারা কারও কাছে দায়বদ্ধ নন। ঘরোয়া ক্রিকেট কাঠামো ধ্বংসের পথে, অথচ সমাধানের উদ্যোগ নেই। বরং সেখানে ভুলভাল সিদ্ধান্তই বেশি অগ্রাধিকার পায়!’

তিনি আশঙ্কা করেছেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থা হবে জিম্বাবুয়ের মতো। এক সময় সম্ভাবনাময় ক্রিকেট খেলুড়ে দেশ ছিল জিম্বাবুয়ে। কিন্তু দুর্নীতি, অব্যবস্থাপনা, বর্ণবাদ ইত্যাদি কারণে জৌলুস হারিয়েছে তারা। মসহিন তাই লিখেছেন, ‘এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তানের অবস্থা  জিম্বাবুয়ের মতো হয়ে যাবে।’ 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: মহস ন শ খ

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা