বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্ডারগ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট ও পিএইচডি ডিগ্রি পর্যায়ে শতভাগ স্কলারশিপ ঘোষণা করেছে ভারত। আইসিসিআর স্কলারশিপ প্রোগ্রামের অধীনে ‘সুবর্ণজয়ন্তী স্কলারশিপ’ এবং ‘লতা মঙ্গেশকর ডান্স অ্যান্ড মিউজিক স্কলারশিপ’ নিয়ে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা দেশটির পাবলিক বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে ভর্তি হতে পারবেন।

গত ২০ ফেব্রুয়ারি থেকে এ স্কলারশিপের জন্য আবেদন শুরু হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহীরা www.

sjsdhaka.gov.in– লিংকে রেজিস্ট্রেশন করে আবেদন করতে পারবেন। ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট, এডুকেশন উইং এবং ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ