গাজীপুরে শ্রমিকবাহী চলন্ত বাসে আগুন, আহত ৭
Published: 27th, February 2025 GMT
গাজীপুরের কালীগঞ্জে একটি শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকবাহী চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ শ্রমিক আহত হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নেরর সোমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস, পুলিশ ও শ্রমিকরা জানান, বুধবার রাত ৮টার দিকে চরকা টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে বাসটি তুমুলিয়া ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের সড়ক দিয়ে সোমবাজার হয়ে টঙ্গীর গাছার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। একপর্যায়ে বাসের সিএনজি সিলিন্ডারসহ পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় বাসে থাকা শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৭ জন আহত হন।
তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের এক ইউনিট দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আহত শ্রমিকদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আমেনা নামে একজন গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি টঙ্গীর বাহার মার্কেট এলাকার বাদশার স্ত্রী।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বাসের পুরো বডি পুড়ে গেছে, তবে ইঞ্জিন ভালো রয়েছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সময় বাসের চালককে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগুন লাগার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।”
ঢাকা/রফিক/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।