ক্রিপ্টোকারেন্সির ১৫০ বিলিয়ন ডলার চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই
Published: 27th, February 2025 GMT
সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
গত সপ্তাহে ইথেরিয়াম ডিজিটাল ওয়ালেট থেকে ১ দশমিক ৫ বিলিয়ন ইউএস ডলার মূল্যের ডিজিটাল কয়েন বা ক্রিপ্টো চুরি করেছে হ্যাকাররা। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা বলে জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি ফার্ম বাইবিট। এ চুরির পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এফবিআই জানায়, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইবিট থেকে প্রায় ১৫০ কোটি ডলার চুরির পেছনে উত্তর কোরিয়ার হাত রয়েছে। ট্রেডার ট্রেইটর নামে একটি গ্রুপ, যেটি ল্যাজারাস গ্রুপ নামে পরিচিত, তারাই এই হ্যাকিংয়ে যুক্ত।
লাজারাস গ্রুপ উত্তর কোরিয়া সরকার-সমর্থিত হ্যাকার গ্রুপ। এই গ্রুপটি আগেও বড় ধরনের ডিজিটাল ডাকাতির জন্য দায়ী। যেমন ২০২২ সালে রোনিন গ্রুপের ব্লকচেইন থেকে ৬১৫ মিলিয়ন ডলার চুরি।
১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে উত্তর কোরিয়ার সাইবার-যুদ্ধ কর্মসূচি শুরু হয়। ২০২০ সালে মার্কিন এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার প্রায় ৬ হাজার সদস্যের একটি শক্তিশালী সাইবার-যুদ্ধ ইউনিট যা ব্যুরো ১২১ নামে পরিচিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এটি পরিচালিত হয়।
গত সপ্তাহে ক্রিপ্টো প্ল্যাটফর্ম জানায়, এক হ্যাকার ইথেরিয়াম নামক একটি জনপ্রিয় ডিজিটাল মুদ্রার ওয়ালেটের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং তাতে থাকা অর্থ একটি অজ্ঞাত ঠিকানায় স্থানান্তরিত করেছে।
বাইবিটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী বেন ঝৌ বলেন, বাইবিট অর্থনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে। এই হ্যাকের ক্ষতি পুনরুদ্ধার করা না গেলেও গ্রাহকদের সব সম্পদ ফিরিয়ে দেয়া হবে। আমরা এই ক্ষতি পুষিয়ে নিতে পারব।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ হলো বাইবিট এবং এতে ৬০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। এই হ্যাকের খবরের পর গ্রাহকদের মধ্যে অর্থ উত্তোলনের অনুরোধ ব্যাপকভাবে বেড়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার জয়ী হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির মূল্য রেকর্ড পরিমাণে বেড়েছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর তিনি যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বের ক্রিপ্টো রাজধানী’ বানানোর প্রতিশ্রুতি দেয়। তবে এই হ্যাক ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ধাক্কা।
সূত্র: এনডিটিভি
বিএইচ
.উৎস: SunBD 24
কীওয়ার্ড: এই হ য ক
এছাড়াও পড়ুন:
ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না: নজরুল ইসলাম খান
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু বাধা দেখছি না, সেহেতু এটা না–ও হতে পারে, সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমরা অপেক্ষা করছি, আশা করব শিগগিরই সরকার এ ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে যেসব প্রক্রিয়া করা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে, তবে ৮২৬টির মধ্যে ৫১টি সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে।
এর আগে হাটহাজারীতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন বিএনপি এই দুই নেতা। পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমী এবং শায়খুল হাদীস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
হাটহাজারী মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে সেখানে দুপুরের আহার করেন বিএনপির নেতারা। পরে তাঁরা চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজত ইসলামের আমির মাওলানা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন।
বিএনপির দুই স্থায়ী কমিটির সঙ্গে দলের চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির বিলুপ্ত কমিটির নেতা নূর মোহাম্মদ, সরোয়ার আলমগীর; দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি কাজী সাইফুল ইসলাম, ফটিকছড়ি উপজেলার বিএনপি আহ্বায়ক আজিম উল্লাহ বাহার প্রমুখ রয়েছেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে হাটহাজারী মাদ্রাসায় গেছেন দলের নেতারা। বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ বললেও আগামী নির্বাচনকে সামনে রেখে দলটির নেতারা হেফাজতে ইসলামের নেতারাসহ আলেম-ওলামাদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।
গত ২০ জুলাই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ সমাবেশে চট্টগ্রামে আসলে হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতা-কর্মীরা। নাহিদ ইসলামের সঙ্গে ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল আরিফ প্রমুখ। নেতা-কর্মীরা হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করেন।