এই দেশে অশান্তির হাজারটা কারণ আছে। তবু মানুষগুলোকে দেখে কেন যেন মনে হয় তারা খুব শান্তিতে আছে। জীবনে কোনো টেনশন নেই। আছে শুধু আনন্দ, ফুর্তি, খাওয়াদাওয়া। এত হাসি-আনন্দ কোথায় পায় ইসলামাবাদের মানুষ?

ক্রিকেটে মাঠে তো অবস্থা যাচ্ছেতাই। ঘরের মাঠের চ্যাম্পিয়নস ট্রফি থেকে গ্রুপ পর্বেই বিদায়। তাতে এ দেশের মানুষের কোনো আক্ষেপ আছে বলে মনে  হচ্ছে না। অনেকে তো বরং খুশি। যাক পাকিস্তান আর চ্যাম্পিয়নস ট্রফিতে নেই! এবার কাজেকর্মে মন দেওয়া যাবে।

সাইদ খান নামের এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় দুবাই থেকে ইসলামাবাদ আসার ফ্লাইটে। ব্রুনেইপ্রবাসী পাকিস্তানি ব্যবসায়ী, ব্যবসা ডালপালা মেলেছে জাপান, ফিলিপাইনেও। পাকিস্তানে তো আছেই। এখানে আসার পরও নিয়মিত আমাদের খোঁজখবর নিয়েছেন। মাঝে একদিন ডিনারের নিমন্ত্রণও দিলেন। রাতের আড্ডায় গর্ব করে বলছিলেন, ‘আমাদের হাজারটা সমস্যা থাকতে পারে; কিন্তু এ দেশে গৃহহীন মানুষ নেই। এখানে ফুটপাতে কাউকে শুয়ে থাকতে দেখবেন না। অথচ বড় বড় দেশেও আমি তা দেখেছি।’

কথাটা পুরোপুরি মানতে পারিনি। এর আগে পাকিস্তানের এসে করাচি লাহোরে ভবঘুরে দেখেছি। ইসলামাবাদের সব ছবি পাকিস্তানের অন্য শহরের সঙ্গে মেলে না। তবে এটা ঠিক পাকিস্তানের রাজধানী শহরের ক্ষেত্রে সাইদ খানের কথা পুরোপুরি সত্য। তারা রাজধানীকে অন্তত রাজধানীর মতোই রেখেছে।

পরিপাটি ছিমছাম সাজানো শহর ইসলামাবাদ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইসল ম ব দ

এছাড়াও পড়ুন:

বদলীর পরও কুমিল্লায় বহাল এএসপি শামীম

বদলীর আদেশ কার্যকর হওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও কুমিল্লা ছাড়েননি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া। দিনাজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে যোগদানের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি এখনও কুমিল্লাতেই দায়িত্ব পালন করছেন। 

বহাল থাকার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তাদেরকে মামলার হুমকি দেন কুমিল্লার চাঁদাবাজির অডিও ফাঁস হওয়ায় ঘটনায় আলোচিত এএসপি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া।

বদলির কারণ প্রসঙ্গে এই প্রতিবেদক জানতে চাইলে শামীম কুদ্দুছ ভূঁইয়া বলেন, “আমি অসুস্থ, আমি বক্তব্য দিতে পারব না। আমার বিরুদ্ধে কোন নিউজ করলে মামলা করে দিব। সাংবাদিক সম্মেলন করব। আপনি নিউজ করেন, আমি দেখে নিব।”

সম্প্রতি দুটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটিতে তাকে ব্যক্তিগত কারণে দায়িত্বে অনীহা প্রকাশ করতে শোনা যায়। অপরটিতে সার্জেন্ট ও ট্রাফিক ইন্সপেক্টরদের (টিআই) নির্দেশ দিতে শোনা যায়, বাসস্ট্যান্ড থেকে সংগৃহীত টাকা সরাসরি তার ঘনিষ্ঠদের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

গত ২০ আগস্ট পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে শামীম কুদ্দুছ ভূঁইয়াকে কুমিল্লা থেকে বদলি করে দিনাজপুরে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি বছরের ৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৭ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিক অবমুক্ত করা হবে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি।

চলতি বছরের আগস্টে বিভিন্ন গণমাধ্যমে পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। তবে এসব অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।

কুমিল্লা জেলা পুলিশ নজির আহমেদ বলেন, “জনস্বার্থে তাকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত সাপেক্ষে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের হুমকির বিষয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/রুবেল/এস

সম্পর্কিত নিবন্ধ