Prothomalo:
2025-11-03@07:32:32 GMT

১৩ বছর পর

Published: 4th, March 2025 GMT

আলোচিত কোরীয় ড্রামা সিরিজ ‘রিপ্লাই ১৯৯৭’–এ জুটি বেঁধে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তারকা জুটি জং ইউন জি ও সিও ইন গুক। অভিনয়ের সঙ্গে গান—দুজনই সমানতালে দুই মাধ্যমে সরব রয়েছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিপ্লাই ১৯৯৭’ সিরিজে ‘অল ফর ইউ’ শিরোনামে একটি গানেও কণ্ঠ দেন তাঁরা।

এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের। প্রায় ১৩ বছর পর ‘কাপল’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন জং ইউন জি ও সিও ইন গুক। শনিবার মধ্যরাতে গানের টিজার প্রকাশ করেছেন তাঁরা। ১৬ মার্চ প্রেমের গানটি প্রকাশিত হবে।

এর আগে ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একই জায়গায় তোলা ছবি প্রকাশ করেছেন ইউন জি ও সিও ইন গুক। ছবিতে দুজনের হাতে ক্যামেরা দেখা গেছে। গুঞ্জন ছড়িয়েছিল, আবারও একসঙ্গে ফিরেছেন এই জুটি। সেই গুঞ্জনই সত্যি হলো।

জনপ্রিয় কে–পপ গার্ল গ্রুপ আপিংকের গায়িকা পরিচিতি রয়েছে জং ইউন জির। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সামনে ব্যান্ডটির ট্যুরেও অংশ নেবেন। গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘পাম্প আপ দ্য হেলথি লাভ’ সিরিজে অভিনয় করেছেন। এপ্রিলে এটি মুক্তি পেতে পারে।

গত বছর ‘সিউ ইন গুক’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছেন সিও। অ্যালবামটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্সের সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অভিনয়ের পাশাপাশি গাইবেনও তিনি।

আরও পড়ুনভরপুর ভালোবাসা এই ৫ কোরীয় ধারাবাহিকে১৪ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইন গ ক কর ছ ন ইউন জ

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • সব সিম লক রেখে কিস্তিতে স্মার্টফোন বিক্রির সুযোগ পাচ্ছে অপারেটররা
  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়