আলোচিত কোরীয় ড্রামা সিরিজ ‘রিপ্লাই ১৯৯৭’–এ জুটি বেঁধে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তারকা জুটি জং ইউন জি ও সিও ইন গুক। অভিনয়ের সঙ্গে গান—দুজনই সমানতালে দুই মাধ্যমে সরব রয়েছেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘রিপ্লাই ১৯৯৭’ সিরিজে ‘অল ফর ইউ’ শিরোনামে একটি গানেও কণ্ঠ দেন তাঁরা।
এরপর আর কোনো গানে একসঙ্গে পাওয়া যায়নি তাঁদের। প্রায় ১৩ বছর পর ‘কাপল’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন জং ইউন জি ও সিও ইন গুক। শনিবার মধ্যরাতে গানের টিজার প্রকাশ করেছেন তাঁরা। ১৬ মার্চ প্রেমের গানটি প্রকাশিত হবে।
এর আগে ২৬ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে একই জায়গায় তোলা ছবি প্রকাশ করেছেন ইউন জি ও সিও ইন গুক। ছবিতে দুজনের হাতে ক্যামেরা দেখা গেছে। গুঞ্জন ছড়িয়েছিল, আবারও একসঙ্গে ফিরেছেন এই জুটি। সেই গুঞ্জনই সত্যি হলো।
জনপ্রিয় কে–পপ গার্ল গ্রুপ আপিংকের গায়িকা পরিচিতি রয়েছে জং ইউন জির। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সামনে ব্যান্ডটির ট্যুরেও অংশ নেবেন। গানের পাশাপাশি অভিনয়েও নিয়মিত তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ‘পাম্প আপ দ্য হেলথি লাভ’ সিরিজে অভিনয় করেছেন। এপ্রিলে এটি মুক্তি পেতে পারে।
গত বছর ‘সিউ ইন গুক’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছেন সিও। অ্যালবামটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছে। মুক্তির অপেক্ষায় থাকা নেটফ্লিক্সের সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ অভিনয়ের পাশাপাশি গাইবেনও তিনি।
আরও পড়ুনভরপুর ভালোবাসা এই ৫ কোরীয় ধারাবাহিকে১৪ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইন গ ক কর ছ ন ইউন জ
এছাড়াও পড়ুন:
বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।
বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।
বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।