সুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় টানা ১৫ ঘণ্টা বন্ধ ছিল যানচলাচল।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মেরামত কাজ শেষ হলে সেতুতে যানচলাচল শুরু হয়। এর আগে সোমবার দিবাগত রাত ১১টার দিকে ঝুঁকিপূর্ণ ওই বেইলি সেতুর পাটাতন খুলে যাওয়ায় সেতুটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এতে গুরুত্বপূর্ণ ওই সড়ক ১৫ ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আশিকুর রহমান জানান, সেতুর উভয় পাশে ১০ টনের বেশি ভারী যানবাহন চলাচলে সতর্কতা সাইনবোর্ড রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে ভারী যানবাহন চলাচলে এমন ঘটনা ঘটছে। নতুন সেতু নির্মাণে দরপত্র প্রক্রিয়া চলমান রয়েছে।
সর্বশেষ ১৬ নভেম্বর সিমেন্ট বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় এই সেতুর স্টিলের পাটাতন খুলে আটকে যায়। ফলে ২৭ ঘণ্টা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সুনামগঞ্জের সরাসরি যানচলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়াও কয়েক দিন পরপর ঝুঁকিপূর্ণ ওই সেতুটির পাটাতন খুলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সেতুটি ভেঙে ট্রাক ডুবির ঘটনায় দু’জন নিহতের পরও বন্ধ হয়নি ভারী যানবাহন চলাচল।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।

আরো পড়ুন:

ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ

খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
 

ঢাকা/শাহীন/বকুল

সম্পর্কিত নিবন্ধ