Samakal:
2025-11-03@08:06:23 GMT

পিএসজির আজ লিভারপুল পরীক্ষা

Published: 11th, March 2025 GMT

পিএসজির আজ লিভারপুল পরীক্ষা

খেলার ধারার বিপরীতে হার্ভি এলিয়টের গোলে পার্ক দ্য প্রিন্সেসে হাসে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়কে ‘অন্যায়’ বলে দাবি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মইয়ের কোচ লুইস এনরিকে। লিভারপুল কোচ আর্নে স্লটও ১-০ গোলের সেই জয়কে সৌভাগ্য হিসেবে নিয়েছেন। 

একচেটিয়া ফুটবল খেলা পিএসজির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার দ্বিতীয় লেগে। অ্যানফিল্ডে আজ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে প্রথম লেগের মতো শুধু পারফরম্যান্সই করতে হবে না, গোল যে লাগবে পিএসজির। হার এড়ালে গত আট মৌসুমে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-পিএসজি মহারণের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি আতিথ্য দিবে বেনফিকাকে। প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে। 

প্যারিসে প্রথম লেগে পিএসজি যেখানে শট নিয়েছিল ২৮টি, সেখানে দুই শট নেওয়া লিভারপুল গোল করে একটি। প্যারিসের ক্লাবটি গোল বঞ্চিত হয়েছে মূলত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ নৈপুণ্যের কারণে। একাই ৯টি সেভ করা এ ব্রাজিলিয়ান নিজের সেরা ম্যাচ খেলেছিলেন সেদিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার শিরোপার খুব কাছে চলে যাওয়া লিভারপুলকে হারাতে হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে এনরিকের দলকে। 

সেই চ্যালেঞ্জ জিততে আশাবাদী দলটির কোচ, ‘প্রথম লেগের মতোই আমাদের দ্বিতীয় লেগে খেলতে হবে। আমরা এমন একটি দল যাদের পরাজয়ে কিছু যায় আসে না। যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠব। এটা ঠিক সেখানে (অ্যানফিল্ডে) এমন খেলাটা কঠিন হবে। তবে আমরা সেই খেলাটাই খেলার চেষ্টা করব।’

নিজের দল নিয়ে পিএসজি কোচ যেমন আশাবাদী, তেমনি করে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতেও খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না লিভারপুল কোচ স্লট, ‘প্রথম লেগের ফলটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে এটাও মনে রাখতে হবে পিএসজি কতটা মানসম্পন্ন দল।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প এসজ প রথম ল গ র প এসজ

এছাড়াও পড়ুন:

অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’

নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।

আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪

২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।

আয়োজনের পোস্টার

সম্পর্কিত নিবন্ধ

  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’