খেলার ধারার বিপরীতে হার্ভি এলিয়টের গোলে পার্ক দ্য প্রিন্সেসে হাসে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়কে ‘অন্যায়’ বলে দাবি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মইয়ের কোচ লুইস এনরিকে। লিভারপুল কোচ আর্নে স্লটও ১-০ গোলের সেই জয়কে সৌভাগ্য হিসেবে নিয়েছেন।
একচেটিয়া ফুটবল খেলা পিএসজির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার দ্বিতীয় লেগে। অ্যানফিল্ডে আজ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে প্রথম লেগের মতো শুধু পারফরম্যান্সই করতে হবে না, গোল যে লাগবে পিএসজির। হার এড়ালে গত আট মৌসুমে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-পিএসজি মহারণের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি আতিথ্য দিবে বেনফিকাকে। প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে।
প্যারিসে প্রথম লেগে পিএসজি যেখানে শট নিয়েছিল ২৮টি, সেখানে দুই শট নেওয়া লিভারপুল গোল করে একটি। প্যারিসের ক্লাবটি গোল বঞ্চিত হয়েছে মূলত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ নৈপুণ্যের কারণে। একাই ৯টি সেভ করা এ ব্রাজিলিয়ান নিজের সেরা ম্যাচ খেলেছিলেন সেদিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার শিরোপার খুব কাছে চলে যাওয়া লিভারপুলকে হারাতে হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে এনরিকের দলকে।
সেই চ্যালেঞ্জ জিততে আশাবাদী দলটির কোচ, ‘প্রথম লেগের মতোই আমাদের দ্বিতীয় লেগে খেলতে হবে। আমরা এমন একটি দল যাদের পরাজয়ে কিছু যায় আসে না। যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠব। এটা ঠিক সেখানে (অ্যানফিল্ডে) এমন খেলাটা কঠিন হবে। তবে আমরা সেই খেলাটাই খেলার চেষ্টা করব।’
নিজের দল নিয়ে পিএসজি কোচ যেমন আশাবাদী, তেমনি করে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতেও খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না লিভারপুল কোচ স্লট, ‘প্রথম লেগের ফলটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে এটাও মনে রাখতে হবে পিএসজি কতটা মানসম্পন্ন দল।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ প রথম ল গ র প এসজ
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত