খেলার ধারার বিপরীতে হার্ভি এলিয়টের গোলে পার্ক দ্য প্রিন্সেসে হাসে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পরাজয়কে ‘অন্যায়’ বলে দাবি করেছিলেন প্যারিস সেইন্ট জার্মইয়ের কোচ লুইস এনরিকে। লিভারপুল কোচ আর্নে স্লটও ১-০ গোলের সেই জয়কে সৌভাগ্য হিসেবে নিয়েছেন।
একচেটিয়া ফুটবল খেলা পিএসজির সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবার দ্বিতীয় লেগে। অ্যানফিল্ডে আজ ইংলিশ ক্লাবটির বিপক্ষে ঘুরে দাঁড়াতে হলে প্রথম লেগের মতো শুধু পারফরম্যান্সই করতে হবে না, গোল যে লাগবে পিএসজির। হার এড়ালে গত আট মৌসুমে পঞ্চমবারের মতো ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরের কোয়ার্টার ফাইনালে নাম লেখাবে লিভারপুল। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল-পিএসজি মহারণের সঙ্গে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে বার্সেলোনাও। ন্যু ক্যাম্পে কাতালান ক্লাবটি আতিথ্য দিবে বেনফিকাকে। প্রথম লেগে বার্সা জিতেছিল ১-০ গোলে।
প্যারিসে প্রথম লেগে পিএসজি যেখানে শট নিয়েছিল ২৮টি, সেখানে দুই শট নেওয়া লিভারপুল গোল করে একটি। প্যারিসের ক্লাবটি গোল বঞ্চিত হয়েছে মূলত লিভারপুল গোলরক্ষক অ্যালিসন বেকারের অসাধারণ নৈপুণ্যের কারণে। একাই ৯টি সেভ করা এ ব্রাজিলিয়ান নিজের সেরা ম্যাচ খেলেছিলেন সেদিন। ইংলিশ প্রিমিয়ার লিগেও এবার শিরোপার খুব কাছে চলে যাওয়া লিভারপুলকে হারাতে হলে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে এনরিকের দলকে।
সেই চ্যালেঞ্জ জিততে আশাবাদী দলটির কোচ, ‘প্রথম লেগের মতোই আমাদের দ্বিতীয় লেগে খেলতে হবে। আমরা এমন একটি দল যাদের পরাজয়ে কিছু যায় আসে না। যদি আমরা প্রথম লেগের পারফরম্যান্স পুনরাবৃত্তি করতে পারি, তাহলে অবশ্যই কোয়ার্টার ফাইনালে উঠব। এটা ঠিক সেখানে (অ্যানফিল্ডে) এমন খেলাটা কঠিন হবে। তবে আমরা সেই খেলাটাই খেলার চেষ্টা করব।’
নিজের দল নিয়ে পিএসজি কোচ যেমন আশাবাদী, তেমনি করে প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে জিতেও খুব একটা উচ্ছ্বাসে ভাসছেন না লিভারপুল কোচ স্লট, ‘প্রথম লেগের ফলটি অবশ্যই আমাদের জন্য ইতিবাচক। তবে এটাও মনে রাখতে হবে পিএসজি কতটা মানসম্পন্ন দল।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: প এসজ প রথম ল গ র প এসজ
এছাড়াও পড়ুন:
অস্ট্রেলিয়ায় নারী এশিয়া কাপ: শক্তিশালী গ্রুপে বাংলাদেশ
বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।
আগামী বছরের ১-২৩ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। ১২ দলের এই টুর্নামেন্টের ড্র সিডনিতে অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে। যেখানে শক্তিশালী গ্রুপে পড়েছে বাংলাদেশ।
‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, চীন ও উত্তর কোরিয়া। জাঁকজমকপূর্ণ ড্রতে বাংলাদেশ ছিল চার নম্বর প্লটে। সঙ্গী ছিল ইরান ও ভারত। গ্রুপিং ড্রতে টুর্নামেন্টের একমাত্র অভিষিক্ত দল বাংলাদেশ ‘বি’ গ্রুপের তৃতীয় দল নির্বাচিত হয়।
পরের রাউন্ডে ‘বি’ গ্রুপের চতুর্থ দল হয় উজবেকিস্তান। এরপর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন বাংলাদেশের গ্রুপের দ্বিতীয় দল হয়। সবশেষ দল হিসেবে এই গ্রুপে যুক্ত হয় উত্তর কোরিয়া। যারা ২০১০ সালে প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছিল।
ড্র অনুষ্ঠানে স্বাগতিক অস্ট্রেলিয়া ও এএফসি অংশগ্রহণকারী সকল দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল। প্রথমবার নারী এশিয়া কাপে সুযোগ পাওয়া বাংলাদেশের কেউ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি। গতকাল অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে হারবার ব্রিজের সামনে। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান,ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাছাইপর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্বার। ফিফা র্যাঙ্কিংয়ে ১২৮ নম্বরে থাকা বাংলাদেশ পড়েছিল কঠিন ‘সি’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ ছিল বাহরাইন (র্যাঙ্কিং ৯২), তুর্কমেনিস্তান এবং স্বাগতিক মিয়ানমার (র্যাঙ্কিং ৫৫)। র্যাঙ্কিংয়ের বিচারে পিছিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে বোঝার উপায় ছিল না।
প্রথম ম্যাচেই বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণার জোড়া গোলের নৈপুণ্যে ২-১ ব্যবধানে হারায় মিয়ানমারকে। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকেও ছাড়েনি মেয়েরা। ৭-০ গোলের দাপুটে জয় তুলে নেয় তারা।
এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ। আগামী বছর মার্চে বসবে টুর্নামেন্টের ২১তম আসর, যেখানে খেলবে ১২টি দেশ।
ঢাকা/ইয়াসিন