নরসিংদীতে অটোরিকশা ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডা, যুবককে কুপিয়ে হত্যা
Published: 11th, March 2025 GMT
নরসিংদীর পলাশে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে বাগ্বিতণ্ডার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন ওই যুবকের বাবা। গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুমন মিয়া (৩০) ওই ইউনিয়নের জয়নগর গ্রামের রাজমিস্ত্রি আলম মিয়ার ছেলে। গুরুতর আহত আলম মিয়াকে (৫৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে জয়নগর গ্রামের সড়কে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিলেন তারেক, আইয়ুব ও মোমেন নামের তিনজন। তখন একটি ব্যাটারিচালিত অটোরিকশা সেখানে এসে যাত্রী নামায়। ওই তিনজন রিকশাচালকের কাছে ডাঙ্গা বাজারে যাবেন কি না জানতে চান। তবে চালক তাতে রাজি হননি। ঠিক তখন নিহত সুমনের চাচা মুকুল মিয়া দৌড়ে এসে অসুস্থ মাকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য ওই চালককে অনুরোধ করেন। রিকশাচালক তাতে রাজি হন। এতে যুবকেরা ক্ষিপ্ত হয়ে রিকশাচালক ও মুকুল মিয়ার সঙ্গে তর্কে জড়ান।
ওই ঘটনার জেরে রাত আটটার দিকে ওই তিন যুবক সহযোগীদের নিয়ে মুকুল মিয়ার বাড়িতে যান। এ পরিস্থিতিতে মুকুল মিয়া ঘর থেকে বের হননি। কিন্তু চাচার বাড়িতে হইচই শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সুমন মিয়া ও তাঁর বাবা আলম মিয়া। মুকুল ঘর থেকে বেরিয়ে না আসায় তাঁরা উত্তেজিত হয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সুমন ও আলমকে উপর্যুপরি কুপিয়ে আহত করে পালিয়ে যান।
স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে ১০০ শয্যার নরসিংদী জেলা হাসপাতালে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন এবং বাবা আলম মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শওকত হাসান বলেন, সুমন মিয়াকে মৃত অবস্থায় ও আলম মিয়াকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। সুমনের হাত, বুক ও পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। আর আলম মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নিহতের চাচা মুকুল মিয়া বলেন, ‘বয়স্ক মাকে ডাক্তার দেখাতে নেওয়ার সময় অটোরিকশা ভাড়া করা নিয়ে তারেক, আইয়ুব ও মোমেনের সঙ্গে তর্ক হয়েছিল। ওই রিকশাচালক কেন তাদের না নিয়ে আমাদের নিল, এ নিয়েই ছিল ওই তর্ক। এর জেরে গতকাল রাত আটটার দিকে আমার বাড়িতে হামলা চালিয়ে সুমনকে কুপিয়ে হত্যা ও তার বাবাকে গুরুতর আহত করে তারা। আমি এই হত্যার বিচার চাই।’
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আলম ম য়
এছাড়াও পড়ুন:
গাজীপুরে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে ঢাকায় শ্রমিকদের ‘ভুখা মিছিল’
গাজীপুরে বন্ধ হয়ে যাওয়া উইনটেক্স গ্লোভস কারখানা পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনের ১৭তম দিনে রাজধানীতে ভুখা মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা।
মঙ্গলবার বেলা ১১টায় বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি পল্টন, প্রেসক্লাব, বিজয়নগর হয়ে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আন্দোলনরত শ্রমিকেরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী মো. রুহুল আমিন বলেন, ১৫ জুন বেআইনিভাবে কারখানা বন্ধ করা হয়। পরদিন ১৬ জুন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ডিআইজি, জেলা প্রশাসক এবং পরে শ্রম উপদেষ্টা ও শ্রমসচিবকে দুইবার লিখিতভাবে বিষয়টি জানিয়ে প্রতিকার চাওয়া হয়। আজ (বুধবার) ১৭তম দিন যাবৎ শ্রম ভবনের সামনে অবস্থান আন্দোলনের পর অদ্যাবধি তাঁরা কোনো উদ্যোগ নেননি, এমনকি শ্রমিকদের সাথে কথাও বলেননি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
কাজী মো. রুহুল আমিন আরও বলেন, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে শ্রমিকদের সুসম্পর্কের পরিবর্তে মুখোমুখি দাঁড়ানো কারও জন্যই মঙ্গল বয়ে আনবে না।
সমাবেশে অন্য বক্তারা বলেন, অতীতের সরকারগুলোর মতো বর্তমান সরকার যদি মালিক পুষে শ্রমিক মারার পথ অনুসরণ করে, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।
সমাবেশে সভাপতিত্ব করেন উইনটেক্স গ্লোভস শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. তুহিন এবং সঞ্চালনা করেন শ্রমিকনেতা জালাল হাওলাদার। আরও বক্তব্য দেন শ্রমিকনেতা মুর্শিকুল ইসলাম শিমুল, সেকেন্দার হায়াত, আমিনুল ইসলাম প্রমুখ।