‘যেখানেই খেলি না কেন আমার একটাই ইচ্ছা থাকে’
Published: 11th, March 2025 GMT
ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট; অপরিহার্য হয়ে উঠেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চ্যাম্পিয়নস ট্রফি শেষে এবার এই লেগি ব্যস্ত ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেই জয়ে রেখেছেন ভূমিকা। ব্যাট হাতে ১৭ রানের পাশাপাশি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। মঙ্গলবার বিরতির দিনে এক ভিডিও বার্তায় রিশাদ জানিয়েছেন যেখানেই খেলেন না কেন তার ইচ্ছা থাকে একটাই।
কি সেই ইচ্ছা? রিশাদ বলেন, “আসলে আমি যখন যেখানে খেলি জাতীয় দল বা যেখানে খেলি না কেন। আমার একটা ইচ্ছা থাকে যেন দলের জন্য খেলতে পারি। দলকে যেন জেতাতে পারি সেরকম আমার লক্ষ্য থাকবে। আমি যেন দলের জন্য খেলতে পারি এবং পুরোটা যেন দিতে পারি।’’
আরো পড়ুন:
আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের
যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা
শুধু তাই নয় সতীর্থদেরও বার্তা দিয়েছেন এক হয়ে খেলার জন্য, “আমার মেসেজ একটাই থাকবে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি। আমরা ১১ জন যেন মাঠে শতভাগ দিই। এবং যে যার প্রসেসে খেলে তাহলে ইন-শা-আল্লাহ হবে।”
মিরপুরে প্রাইম ব্যাংক নিজেদের তৃতীয় খেলায় ব্রাদার্সের বিপক্ষে ৪২২ রানের পাহাড়সম সংগ্রহ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়ে। তরুণ ক্রিকেটারদের নিয়ে এবার বেশ শক্ত দল গড়েছে প্রাইম ব্যাংক। রিশাদ মনে করেন সব দিক থেকেই তার দলে ব্যালেন্স আছে।
“আমার কাছে মনে হয় যে দল শতভাগ ব্যালেন্স আছে। ব্যাটিং, বোলিং বা সব মিলে। সবাই যদি সবার সেরাটা দিতে পারি। আমরা সবাই যদি নিজেদের সোরাটা দিতে পারি তাহলে কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না আশা করি।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-৫ আসনের বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে পিসিএস রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই সভা হয়।
আরো পড়ুন:
ধানের শীষ পেলেন মাত্র ১০ নারী, মোট প্রার্থীর ৪.২২ শতাংশ
খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী মঞ্জু
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম বাদশা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ, মতবিরোধ করা চলবে না। সাধারণ মানুষের ভোটে বিএনপি সরকার গঠন করবে। যা সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
ঢাকা/শাহীন/বকুল