‘যেখানেই খেলি না কেন আমার একটাই ইচ্ছা থাকে’
Published: 11th, March 2025 GMT
ব্যাটে বলে দারুণ পারফর্ম করে জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট; অপরিহার্য হয়ে উঠেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চ্যাম্পিয়নস ট্রফি শেষে এবার এই লেগি ব্যস্ত ঢাকা প্রিমিয়ায়র ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল)।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমেই জয়ে রেখেছেন ভূমিকা। ব্যাট হাতে ১৭ রানের পাশাপাশি ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট। মঙ্গলবার বিরতির দিনে এক ভিডিও বার্তায় রিশাদ জানিয়েছেন যেখানেই খেলেন না কেন তার ইচ্ছা থাকে একটাই।
কি সেই ইচ্ছা? রিশাদ বলেন, “আসলে আমি যখন যেখানে খেলি জাতীয় দল বা যেখানে খেলি না কেন। আমার একটা ইচ্ছা থাকে যেন দলের জন্য খেলতে পারি। দলকে যেন জেতাতে পারি সেরকম আমার লক্ষ্য থাকবে। আমি যেন দলের জন্য খেলতে পারি এবং পুরোটা যেন দিতে পারি।’’
আরো পড়ুন:
আবারো ১০ উইকেটে জয় রূপগঞ্জের
যে কাজের পর নাঈম শেখের ব্যাটে ছুটছে রানের ফোয়ারা
শুধু তাই নয় সতীর্থদেরও বার্তা দিয়েছেন এক হয়ে খেলার জন্য, “আমার মেসেজ একটাই থাকবে আমরা সবাই যেন এক হয়ে খেলতে পারি। আমরা ১১ জন যেন মাঠে শতভাগ দিই। এবং যে যার প্রসেসে খেলে তাহলে ইন-শা-আল্লাহ হবে।”
মিরপুরে প্রাইম ব্যাংক নিজেদের তৃতীয় খেলায় ব্রাদার্সের বিপক্ষে ৪২২ রানের পাহাড়সম সংগ্রহ করে লিস্ট ‘এ’ ক্রিকেটে ইতিহাস গড়ে। তরুণ ক্রিকেটারদের নিয়ে এবার বেশ শক্ত দল গড়েছে প্রাইম ব্যাংক। রিশাদ মনে করেন সব দিক থেকেই তার দলে ব্যালেন্স আছে।
“আমার কাছে মনে হয় যে দল শতভাগ ব্যালেন্স আছে। ব্যাটিং, বোলিং বা সব মিলে। সবাই যদি সবার সেরাটা দিতে পারি। আমরা সবাই যদি নিজেদের সোরাটা দিতে পারি তাহলে কোনো টিম আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না আশা করি।’’
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ শুরু
আগামী ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে এই সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য দেবেন। জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হচ্ছে।
জামায়াত সূত্র জানিয়েছে, সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটক থেকে বের হয়ে পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব ও মৎস্য ভবনের পাশ দিয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫ দফা দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে দলটি।
জামায়াতের দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
একই দাবিতে আগামীকাল ১৯ সেপ্টেম্বর দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা বা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী।