পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোস্টগার্ডের সদস্য মোস্তফা সাদিকের ওপর হামলা ও মারধরের ঘটনায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার কলাপাড়া থানায় এ মামলা করেন আন্দারমানিক স্টেশনের পেটি অফিসার নেসারুল ইসলাম।

ভুক্তভোগী মোস্তফা সাদিক কোস্টগার্ডের আন্দারমানিক (পায়রা বন্দর) স্টেশনের গোয়েন্দা সদস্য হিসেবে কর্মরত। তাঁর ওপর হামলার ঘটনায় করা মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন সেলিম সিকদারের ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সিকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও পাঁচ-ছয়জনকে এ মামলায় আসামি করা হয়েছে। ইতিমধ্যেই মামলার প্রধান আসামি শওকত হোসেনকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, ৮ মার্চ পেশাগত দায়িত্ব পালনকালে সন্ধ্যা সাতটার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ড–সংলগ্ন চৌরাস্তায় অবস্থান করছিলেন কোস্টগার্ড সদস্য মোস্তফা সাদিক। এ সময় আসামিরা পরিচয় জেনেও তাঁর ওপর হামলা চালায়। তাঁকে মারধর ও জখম করে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় আসামিরা ভুক্তভোগীকে উদ্দেশ্য করে জানায়, পুরো কলাপাড়া উপজেলা প্রশাসন তাদের কথামতো পরিচালিত হয়। মামলায় সরকারি গোয়েন্দা কাজে বাধা, সামরিক সদস্যকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে।

তবে এ মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে উল্লেখ করেছেন কলাপাড়া পৌর বিএনপি ও উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা-কর্মীরা। আজ বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় বিএনপির উদ্যোগে এ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করেন তাঁরা। মিছিল থেকে দলের নেতা-কর্মীরা ‘নেতৃবৃন্দের নামে মামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান’—এসব স্লোগান দিয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। এ কর্মসূচি শেষে শহরের মনোহরীপট্টি এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওই সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী। তাঁরা জানান, উপজেলা ও পৌর বিএনপির নেতাদের নামে ষড়যন্ত্র করে একটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অথচ যে ঘটনা হয়েছে, তা নিয়ে মামলা হওয়ার কথা নয়। বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘কোস্টগার্ড সদস্যের ওপর হামলা-মারধরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এ ঘটনা নিয়ে তদন্ত করে দেখব। যাঁদের নামে মামলা করা হয়েছে, তাঁদের দোষ পাওয়া গেলে অবশ্যই তাঁদেরও গ্রেপ্তার করা হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প র ব এনপ ব এনপ র স র ঘটন য় ত র কর কল প ড় ম রধর উপজ ল সদস য

এছাড়াও পড়ুন:

হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচরের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে হাতিয়া থানা-পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. আলাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরিষপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে হাতিয়ার শ্বশুরবাড়িতে পালিয়েছিলেন। গ্রেপ্তারের পর তাঁকে হাতিয়া থানা হাজতে রাখা হয়। পরে সেখান থেকে দুপুরের দিকে আদালতে পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন জোড়খালী গ্রামের শ্বশুরবাড়িতে অবস্থান করে সরকার বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। গোপন সংবাদে বিষয়টি টের পাওয়ার পরই তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি এ কে এম আজমল হুদা জানান, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আলাউদ্দিন ও তাঁর ১৫ সহযোগীর বিরুদ্ধে থানায় নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত নিবন্ধ

  • হাতিয়ায় শ্বশুরবাড়িতে পালিয়ে থাকা সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার
  • ভেনেজুয়েলায় নির্বাচনের বর্ষপূর্তিতে বিরোধীদের প্রতিরোধের ডাক