আনন্দের বারতা নিয়ে আসে ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ। ঈদ মানেই খুশি। আর সেই খুশিতে যদি বাহারি ডিজাইনের বৈচিত্র্যময় নতুন নান্দনিক পোশাক না থাকে তাহলে ঈদের আনন্দই যেন মাটি হয়ে যায়। ঈদের আনন্দে রঙ ছড়াতে রীতিমতো প্রতিযোগিতায় মেতে ওঠে সৌন্দর্য পিপাসু ফ্যাশন সচেতন মানুষেরা।
আর সেই রঙে ভিন্নতা এনে ফ্যাশন প্রিয়দের মন রাঙাতে আকর্ষণীয় সব পোশাক ও ফ্যাশন অনুষঙ্গে সেজেছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্র্যান্ড ‘ইজি’ ফ্যাশন হাউসের আউটলেটগুলো। ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ কালেকশনে বরবারই একধাপ এগিয়ে ইজি।
সব ধরনের ক্রেতাদের কথা মাথায় রেখেই তাদের ঈদ আয়োজন। এবারের ঈদে বাহারি সব ডিজাইন কালেকশন রয়েছে ইজি শোরুম গুলোতে। এবারের বিশেষ আয়োজন থাকছে নতুন নতুন ডিজাইন সব শার্ট। অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি প্যান্ট ইত্যাদি।
ইজির স্বত্তাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী বলেন, ‘শুধু মুনাফা নয় কাস্টমারদের সেবা দেয়া আমাদের মূল লক্ষ্য। ঢাকা ছাড়াও আমাদের বাংলাদেশের সকল জেলাতেই ইজির শো-রুম রয়েছে।’
পোশাক কিনতে যেতে পারেন ব্র্যান্ডটির যেকোনো আউটলেটে। এ ছাড়া অনলাইনে দেখতে ভিজিট করুন:
https://www.
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড জ ইন আনন দ
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন
প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v