সালমান এফ রহমান, শেখ হেলাল ও চুমকির বিরুদ্ধে দুদকের মামলা
Published: 13th, March 2025 GMT
অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং ও ঋণের টাকা আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরী ও সাবেক মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তাঁর স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো.
আক্তার হোসেন বলেন, সালমান এফ রহমানের বিরুদ্ধে তাঁর কথিত বান্ধবী ইনডেক্স পাওয়ার অ্যান্ড অ্যানার্জি লিমিটেডের সাবেক এমডি জাকিয়া তাজিনের প্রতিষ্ঠানকে ঋণের অর্থ লুটপাটে সহযোগিতা করার অভিযোগ উঠেছে।
অন্যদিকে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৫৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রূপা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। রূপা চৌধুরীর বিরুদ্ধে ৬ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার ৪০৪ টাকার অবৈধ সম্পদ অর্জনে অভিযোগেও মামলা করা হয়েছে।
এদিকে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মেহের আফরোজ ও তাঁর স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহম ন
এছাড়াও পড়ুন:
জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন
ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।