কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ
Published: 14th, March 2025 GMT
কুমিল্লার কাবিলা বাজার থেকে তিন কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ করেছে বিজিবি। শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য জানান কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার দত্তের উপস্থিতিতে বিজিবি এবং র্যাব সদস্যদের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স দল গঠন করে এ অভিযান চালানো হয়।
অভিযানে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন প্রকারের ১৪ লাখ ১৫ হাজার ৪০০টি অবৈধ ভারতীয় আতশবাজি এবং অবৈধ মালপত্র বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৮ লাখ ৮ হাজার টাকা।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে এসব মালপত্র আটক করা হয়। এগুলো বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে।
ঢাকা/রুবেল/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।