রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় আবু হানিফ নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রবিবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আবু হানিফ জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গত রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে পুলিশ কনস্টেবল আবু হানিফ আহত হয়েছেন। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এসে আহত হয়েছেন সজীব নামের এক যুবক।’’

রফিকুল আলম বলেন, ‘‘থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিরুদ্ধে মামলা হবে। এছাড়া, পুলিশের ওপর হামলার ঘটনায় আলাদা মামলা হবে।’’

ঢাকা/কেয়া/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার 

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। 

তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।

সম্পর্কিত নিবন্ধ