সন্তানসম্ভবা প্রেমিকা বিয়ানকার্ডিকে পুনরায় নেইমারের প্রতারণা?
Published: 18th, March 2025 GMT
নেইমারের প্রেমিকা ব্রুনো বিয়ানকার্ডি পুনরায় সন্তানসম্ভাবা। গত ডিসেম্বরে নেইমার ও বিয়ানকার্ডি দিয়েছেন এই খবর। এই জুটি একসঙ্গে দ্বিতীয় সন্তান প্রত্যাশা করছেন। তবে নেইমার চতুর্থবারের মতো বাবা হতে চলেছেন।
ব্রাজিলের সংবাদ মাধ্যম লিও দিয়াজ দাবি করেছে, প্রেমিকা বিয়ানকার্ডির সঙ্গে পুনরায় প্রত্যারণা করেছেন নেইমার। সন্তাসসম্ভাবা স্ত্রীকে রেখে অন্য নারীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা।
ঘটনা কিছুদিন আগের। সান্তোসে যোগ দেওয়ার পর নতুন করে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচ খেলতে পারেননি। এর মধ্যে তাকে পার্টি মাতাতে দেখা যায়। যা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ সমালোচনাও হয়।
ওই পার্টিতে ২০ জন মিলে মজা করছিলেন নেইমার। সেখানে নারীও ছিল। নেইমার তাদের কারো সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন এমন অভিযোগ উঠেছে। যা কানে গেছে নেইমারের প্রেমিকা বিয়ানকার্ডির। তবে নেইমারের বাবা নেইমার সিনিয়র বিয়ানকার্ডিকে আশ্বস্ত করেছেন, নেইমার প্রত্যারণা করেনি।
নেইমার ও বিয়ানকার্ডির ঘর আলো করে ২০২৩ সালের ৬ অক্টোবর কন্যা সন্তান মাভি আসে। বিয়ানকার্ডি প্রথমবার সন্তানসম্ভাবা থাকাকালীন নেইমার তার সঙ্গে প্রত্যারণা করেছেন এমন অভিযোগ ওঠে। পরে যা সত্য প্রমাণিত হয়।
নেইমার ২০২৪ সালের ১৯ জুলাই তৃতীয় সন্তানের বাবা হন। তার ওই সন্তানের নাম হেলেনা। বিয়ানকার্ডি সন্তানসম্ভাবা থাকাকালীন আমান্দা কিমবার্লির সঙ্গে প্রেমে জড়ান সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। পরে তারা বাবা-মা হতে যাচ্ছেন ওই ঘোষণাও দেন।
তবে বিয়ানকার্ডি সেবারের মতো ক্ষমা করে দেন নেইমারকে। পুনরায় নেইমারের সঙ্গে প্রেমে সম্পর্কে আবদ্ধ হন। গত ডিসেম্বরে নেইমার ও বিয়ানকার্ডি ঘোষণা দেন যে, তাদের দ্বিতীয় সন্তান আসছে। যা নেইমারের চতুর্থ। সব ঠিক থাকলে বিয়ানকার্ডি দ্বিতীয় কন্যা সন্তানের মা হবেন এবং নেইমার তৃতীয় কন্যা সন্তানের বাবা হবেন।
নেইমারের প্রথম সন্তানের নাম দাভি লুকা ডি সিলভা সান্তোস। তার বর্তমান বয়স ১৪ বছর। সান্তোসে থাকাকালীন কারোলিনা দান্তাসের সঙ্গে প্রেমে মজেন নেইমার। তাদের ছেলে দাভি লুকা। বিশ্বের অন্যতম ধনী ফুটবলার নেইমারের প্রেমের অধ্যায়েয়র সঙ্গে সন্তানের সংখ্যা আরো বাড়ে কিনা সেটাই দেখার অপেক্ষা।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।
নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।
নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।
১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।
ঢাকা/আহসান/রাজীব