ফেনীর পরশুরাম সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় আবদিওয়ালি মোহাম্মদ আলী (২৪) নামে এক সোমালিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। বিজিবি জানায়, মির্জানগর ইউনিয়নের সীমান্ত পিলার ২১৫৯/৩ এস-এর কাছ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় টহল দলের সদস্যরা তাকে আটক করেন।

বিজিবি সূত্র জানান, আটক সোমালিয়ান নাগরিকের কাছে থাকা পাসপোর্ট অনুযায়ী, তিনি ২০২১ সালের অক্টোবর থেকে ২০২২ সালের ২৪ জুলাই পর্যন্ত বাংলাদেশে বৈধ ভিসায় অবস্থান করেছিলেন। এছাড়া, তার কাছ থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একটি পরিচয়পত্র জব্দ করা হয়েছে, যেখানে তিনি বিবিএ ৬০ ব্যাচের শিক্ষার্থী হিসেবে পরিচিত।

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করায় তার বিরুদ্ধে ফরেইন অ্যাক্ট ১৯৪৬-এর ৩ (২)(খ)/১৩/১৪ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিজিবি তাকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করবে।

ফেনী ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এই সোমালিয়ান নাগরিককে আটক করা হয়েছে।

এর আগে গত ১৯ মার্চ বিজিবির অভিযানে একজন নাইজেরিয়ান নাগরিক এবং এর কিছুদিন আগে এক সুদানি নারীসহ এক জাম্বিয়ান নাগরিককেও আটক করা হয়েছিল। বিজিবির টহল ও নজরদারি বৃদ্ধির ফলে সাম্প্রতিক সময়ে এ ধরনের অনুপ্রবেশ চেষ্টাগুলো দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পরশ র ম প রব শ

এছাড়াও পড়ুন:

শনি গ্রহের একাধিক চাঁদে কার্বন ডাই–অক্সাইডের সন্ধান

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে শনি গ্রহের আটটি মাঝারি আকারের চাঁদে কার্বন ডাই–অক্সাইড শনাক্ত করেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। বর্তমানে মিমাস, এনসেলাডাস, ডায়োন, টেথিস, রিয়া, হাইপেরিয়ন, লাপেটাস ও ফিবি নামের চাঁদগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনের তথ্য টেলিস্কোপের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি চাঁদগুলোর ওপরে নিয়মিত নজরও রাখছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীদের তথ্যমতে, ডায়োন ও রিয়া চাঁদে থাকা কার্বন ডাই–অক্সাইড শনির প্রধান বলয়ের বরফের অনুরূপ। ফিবি চাঁদে কার্বন ডাই–অক্সাইড জৈব পদার্থের বিকিরণের মাধ্যমে উৎপন্ন হয়ে থাকে। লাপেটাস ও হাইপেরিয়নের অন্ধকার অঞ্চলে কার্বন ডাই–অক্সাইড দেখা যায়। বরফযুক্ত এসব চাঁদে কার্বন ডাই–অক্সাইডের অবস্থা সম্পর্কে আরও জানতে আগ্রহী বিজ্ঞানীরা।

ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী মাইকেল ব্রাউন ও তাঁর সহকর্মীরা এক গবেষণাপত্রে লিখেছেন, কঠিন কার্বন ডাই–অক্সাইড সৌরজগতের প্রান্তসীমার বিভিন্ন জায়গায় দেখা যায়। যদিও সেই অবস্থানে কার্বন ডাই–অক্সাইড স্থিতিশীল নয়। আমরা শনির উপগ্রহে কার্বন ডাই–অক্সাইডের অবস্থান জানার মাধ্যমে ভিন্ন পরিবেশ বোঝার চেষ্টা করছি। বিভিন্ন গ্রহে কার্বন ডাই–অক্সাইড কীভাবে আটকে আছে, তা জানার সুযোগ আছে এখানে।

বিজ্ঞানীরা মনে করছেন, শনির চাঁদে আটকে থাকা কার্বন ডাই–অক্সাইড থেকে আদর্শ ল্যাবের মতো তথ্য পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, শনি গ্রহের বিভিন্ন চাঁদে কমপক্ষে দুটি পৃথক উৎস থেকে কার্বন ডাই–অক্সাইড তৈরি হয়েছে।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত নিবন্ধ