পাকিস্তানি ক্রিকেটারের ছেলে ডাক পেলেন নিউজিল্যান্ড দলে
Published: 25th, March 2025 GMT
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। ২৯ মার্চ শুরু হওয়া সিরিজের ওই দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বা-হাঁতি পেস অলরাউন্ডার মোহাম্মদ আর্সলান আব্বাস। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। শুধু তাই নয় তার বাবা একজন সাবেক পাকিস্তানি ক্রিকেটার।
মোহাম্মদ আব্বাসের বাবার নাম আজহার আব্বাস। তিনি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটের ঘরোয়া ক্রিকেট খেলেছেন। ৪৫টি প্রথম শ্রেণির, ২২টি লিস্ট ‘এ’ এবং ৭টি টি-২০ খেলেছেন আজহার। ওয়েলিংটনের কারোরি ক্রিকেট ক্লাবে কোচিং শুরু করেন তিনি। সেখানেই হাতে খড়ি হয় ছেলে মোহাম্মদ আব্বাসের।
আব্বাসের সঙ্গে নিউজিল্যান্ডের ওয়ানডে দলে আছেন ৩১ বছর বয়সী ওপেনার নিক কেলি। তিনি ঘরোয়া মৌসুমে ১৩শ’ রান করায় প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে অভিষেক ম্যাচও খেলবেন এই ব্যাটার।
এছাড়া ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল কিউই লেগ স্পিনার আদি অশোকের। ভারতীয় বংশোদ্ভূত ২২ বছর বয়সী এই ক্রিকেটারও আছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। নিউজিল্যান্ডের ১৩ জনের দলে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা দলের ৮ ক্রিকেটারকে রাখা হয়েছে।
নিউজিল্যান্ডের ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদি অশোক, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, জ্যাকব ডাফি, মিটচি হে, নিক কেলি, ড্যারেল মিশেল, উইল ও’রর্কি, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়ং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ক স ত ন ক র ক ট দল ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত