মাদারীপুরে উপজেলা শ্রমিকদলের সভাপতিকে হত্যার ঘটনায় মামলা
Published: 26th, March 2025 GMT
মাদারীপুর সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি শাকিল মুন্সী হত্যার ঘটনায় থানায় মামলা করেছের নিহতের বড় ভাই হাসান মুন্সী।
বুধবার (২৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম। মামলায় ৬৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
নিহতের স্বজনেরা অভিযোগ করেন, সম্প্রতি মাদারীপুর পৌর শ্রমিকদলের কমিটি গঠন করা হয়। ওই কমিটির সভাপতি করা হয় যুবলীগ নেতা লিটন হাওলাদারকে। শাকিল মুন্সী এর বিরোধিতা করেন। এর পরিপ্রেক্ষিতে শাকিল মুন্সীকে কুপিয়ে হত্যা করেন লিটন হাওলাদারের লোকজন।
মাদারীপুরের পুলিশ সুপার মো.
ঢাকা/বেলাল/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।