সীতাকুণ্ডে বাড়ির সামনে কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যা
Published: 26th, March 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৩)। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইফতার শেষে বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। নিহত নাসির উদ্দিন একটি ডেইরি ফার্মের মালিক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন। বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত নাসির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ সন্ধ্যায় ইফতার শেষে তাঁর নিজের মোটরসাইকেল চেপে বাড়ির অদূরে খামারে যাচ্ছিলেন। বাড়ি থেকে ৩০০ গজ যেতে না যেতেই তাঁর পথ রোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নাসির উদ্দিনের বাড়িতে ভিড় করেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি। নিহত নাসির উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান