চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকায় নিজ বাড়ির সামনে খুন হয়েছেন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন (৪৩)। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইফতার শেষে বাড়ি থেকে গরুর খামারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। নিহত নাসির উদ্দিন একটি ডেইরি ফার্মের মালিক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন। বেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, নিহত নাসির উদ্দিন উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। আজ সন্ধ্যায় ইফতার শেষে তাঁর নিজের মোটরসাইকেল চেপে বাড়ির অদূরে খামারে যাচ্ছিলেন। বাড়ি থেকে ৩০০ গজ যেতে না যেতেই তাঁর পথ রোধ করে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায়, ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বেলাল উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন নাসির উদ্দিনের বাড়িতে ভিড় করেন। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি। নিহত নাসির উদ্দিনের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো.

সেলিম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, নাসির উদ্দিন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মামলা দেওয়ার পর সেটি গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ