চড়া মূল্য দিয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা
Published: 28th, March 2025 GMT
ম্যাচটি ছিল এই মাসের শুরুতে। বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে পিছিয়ে যায় সেটা। ম্যাচটির সূচি নিয়ে আপত্তি ছিল বার্সেলোনার। আন্তর্জাতিক বিরতির পরপর হওয়ায় এ ম্যাচটি গতকাল রাতে খেলতে চায়নি হ্যান্সি ফ্লিকের দল। তবে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে ম্যাচটি খেলতে হয়েছে। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। পাশাপাশি এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে বার্সা।
তবে এই ম্যাচটি খেলতে চড়া মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে হারিয়ে ক্ষুব্ধ বার্সা কোচ হান্সি ফ্লিক। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে।
ফ্লিক বলেন, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়। আমরা জানি না সে কত দিন বাইরে থাকবে, যদি এটা দুই সপ্তাহের জন্য হয়, তবে অনেকগুলো ম্যাচ সে মিস করবে।’
এই ম্যাচ নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে, ‘খেলার জন্য এই দিনতারিখ ঠিক করা ক্লাবের প্রতি সম্মানের অভাবকেই প্রকাশ করে। আমরা যন্ত্র না। নিজেদের খেলাটা খেলার জন্য এবং ভক্তদের আমরা যা দিতে চাই, সে জন্য বিশ্রাম জরুরি।’
বার্সেলোনার ৩-০ গোলের এই জয়ে ওলমো ছাড়াও গোল পেয়েছেন ফেরান তোরেস ও রবার্ট লেভান্ডোভস্কি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে। এই জয়ের ফলে ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৩। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। গতকাল সোমবার মে ও জুন মাসের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এরপর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার।
জানা যায়, আজ মঙ্গলবার মে ও জুন মাসের বকেয়া ২০১ কোটি ডলার আকুকে পরিশোধ করা হয়। এরপর রিজার্ভ কমে হয় ২৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। আর আর্ন্তজাতিক মুদ্রা তহবিলের হিসাবপদ্ধতি (বিপিএম৬) অনুয়ায়ী রিজার্ভ ২৪ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এর আগে ২ জুলাই রিজার্ভ ছিল ৩১ দশমিক ৭১ বিলিয়ন ডলার। বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য প্রতি দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।
আকুর সদস্যদেশগুলোর মধ্যে ভারত তার পরিশোধিত অর্থের তুলনায় অন্য দেশগুলো থেকে বেশি পরিমাণে ডলার আয় করে। অন্যদিকে বেশির ভাগ দেশকেই আয়ের তুলনায় আমদানি ব্যয় হিসেবে অতিরিক্ত ডলার খরচ করতে হয়। ব্যাংকগুলো আমদানির খরচ নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে জমা দেয়। এই অর্থ রিজার্ভে যোগ হয়। তবে ওই দায় দুই মাস পরপর রিজার্ভ থেকে পরিশোধ করা হয়।