ম্যাচটি ছিল এই মাসের শুরুতে। বার্সেলোনার চিকিৎসকের মৃত্যুতে পিছিয়ে যায় সেটা। ম্যাচটির সূচি নিয়ে আপত্তি ছিল বার্সেলোনার। আন্তর্জাতিক বিরতির পরপর হওয়ায় এ ম্যাচটি গতকাল রাতে খেলতে চায়নি হ্যান্সি ফ্লিকের দল। তবে তা ধোপে টেকেনি। বাধ্য হয়ে ম্যাচটি খেলতে হয়েছে। নিজেদের মাঠে লা লিগায় ওসাসুনাকে ৩-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৯ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। পাশাপাশি এ জয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদকে পয়েন্টের ব্যবধানে পেছনে ফেলে শীর্ষস্থান সুদৃঢ় করেছে বার্সা।

তবে এই ম্যাচটি খেলতে চড়া মূল্য দিতে হয়েছে বার্সেলোনাকে। ওসাসুনার বিপক্ষে ম্যাচটিতে চোটে পড়েন বার্সেলোনার দানি ওলমো। দলের ৩-০ গোলের জয়ে দ্বিতীয় গোলটি আসে তার পা থেকেই। তবে ম্যাচের ২৭তম মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। গুরুত্বপূর্ণ এই মিডফিল্ডারকে হারিয়ে ক্ষুব্ধ বার্সা কোচ হান্সি ফ্লিক। তার মতে, এই জয়ের অনেক বেশিই মূল্য দিতে হবে তাদেরকে। 

ফ্লিক বলেন, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা আজকে আমরা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট আমরা পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে, দানির (ওলমো) চোটে। মোটেও ভালো কিছু নয়। আমরা জানি না সে কত দিন বাইরে থাকবে, যদি এটা দুই সপ্তাহের জন্য হয়, তবে অনেকগুলো ম্যাচ সে মিস করবে।’

এই ম্যাচ নিয়ে সরাসরি বিরক্তি প্রকাশ করেছেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে, ‘খেলার জন্য এই দিনতারিখ ঠিক করা ক্লাবের প্রতি সম্মানের অভাবকেই প্রকাশ করে। আমরা যন্ত্র না। নিজেদের খেলাটা খেলার জন্য এবং ভক্তদের আমরা যা দিতে চাই, সে জন্য বিশ্রাম জরুরি।’

বার্সেলোনার ৩-০ গোলের এই জয়ে ওলমো ছাড়াও গোল পেয়েছেন ফেরান তোরেস ও রবার্ট লেভান্ডোভস্কি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোটের কারণে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওলমোকে। এই জয়ের ফলে ২৮ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৬৩। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬০। তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সংগ্রহ ৫৬ পয়েন্ট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

চবিতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ই-কার সেবা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন ক্যাম্পাসে চারটি ই-কার পরীক্ষামূলকভাবে চলবে।

বৃহস্পতিবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। 

তিনি বলেন, “পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হবে।”

আরো পড়ুন:

সমাবর্তন ঘিরে চবিতে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ

চবিতে বৈধভাবে বরাদ্দ পেয়েও আসন স্থগিত, হলগেটে শিক্ষার্থীদের অবস্থান

তিনি আরও বলেন, “ই-কার সেবার ভাড়ার পরিসীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।”

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ