ডেনমার্কের প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেনের সফর
Published: 30th, March 2025 GMT
্রিনল্যান্ডের নতুন সরকারের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। আগামী ২ এপ্রিল দুই দিনের সফরে সেখানে যাবেন।
ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে আয়ত্তে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই গ্রিনল্যান্ড সফর করছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী।
গত শনিবার ফ্রেডেরিকসেন বলেন, ‘আমি গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মধ্যে ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।’ শুক্রবার গ্রিনল্যান্ডের উত্তরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডেনমার্কের বিরুদ্ধে দ্বীপটিকে অনিরাপদ করে রাখার অভিযোগ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটিকে আরও ভালোভাবে রক্ষা করবে। জ্যঁ-ফ্রেডেরিক নিলসেনের নেতৃত্বে গ্রিনল্যান্ডে জোট গঠনের কয়েক ঘণ্টা পর ভ্যান্স এ মন্তব্য করেন। অবশ্য ফ্রেডেরিক ডেনমার্ককে তার নিকটতম মিত্র বলে অভিহিত করেছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬০ হাজার ৮০২ টন গম নিয়ে দেশে এল যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জাহাজ
যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম নিয়ে এমভি স্পার এরিস নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
সোমবার (২ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরো পড়ুন:
আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে জি টু জি ভিত্তিতে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) চুক্তিটি সই করে। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
গত ২৫ অক্টোবর প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম বাংলাদেশে পৌঁছায়।
ঢাকা/আসাদ/সাইফ