পাঁচ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, দাদাকে গণধোলাই
Published: 4th, April 2025 GMT
কুমিল্লায় ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মনির ইসলাম নামের এক ব্যক্তিকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর স্থানীয়রা মনিরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
মনির ইসলাম সম্পর্কে শিশুটির দাদা।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ৫ বছরের শিশুকে মনির ইসলাম বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিকে কোলে নেওয়ার কথা বলে বাড়ির সিঁড়িতে নিয়ে যান। সেখানে ওই শিশুকে যৌন হয়রানির চেষ্টা চালান তিনি। এতে শিশুটি চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। বিষয়টি জানার পর স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নে অভিযোগে মামলা দায়ের করেছেন।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘মামলার পর মনিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য ন হয়র ন
এছাড়াও পড়ুন:
প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ
দুই মাসের মধ্যে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা’ পরিবর্তন করল সরকার। সংশোধিত বিধিমালায় সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ বাদ দেওয়া হয়েছে। গতকাল রোববার সংশোধিত বিধিমালা গেজেটে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর আগে গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ -এর প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এতে অন্যান্য বিষয়বস্তুর পাশাপাশি সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের সুযোগ রাখা হয়েছিল।
এরপর ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন সভা, সেমিনার, বিক্ষোভ সমাবেশে সংগীত শিক্ষকের বদলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি করেন। সংগীত শিক্ষক নিয়োগ বাতিল করা না হলে তাঁরা আন্দোলনেরও হুমকি দেন।
আরও পড়ুনপ্রাথমিকে কেন সংগীত শিক্ষক, বিরোধিতায় কারা, কী বলছেন শিক্ষকেরা২৯ সেপ্টেম্বর ২০২৫গত আগস্টে জারি করা বিধিমালায় চার ধরনের শিক্ষকের কথা বলা ছিল। সেগুলো ছিল প্রধানশিক্ষক, সহকারী শিক্ষক, সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)। সংশোধিত বিধিমালায় কেবল প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কথা বলা হয়েছে।