আইপিএলের চলতি মৌসুমেও ভালো শুরু পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে তারা। শুক্রবার রাতের ম্যাচে লক্ষ্নৌ সুপার জায়ান্টের বিপক্ষে জয়ের পথে ছিল হার্ডিক পান্ডিয়ার দল। কিন্তু তিলক ভার্মা স্লগে রান করতে না পারায় ১২ রানে হেরেছে মুম্বাই।

ভারতীয় জাতীয় দলের তরুণ মারকুটে ব্যাটার তিলকের যেন ‘ডে অফ’ চলছিল। ২৩ বলে মাত্র ২৫ রান করতে পারেন তিনি। ব্যাট থেকে রান না আসায় ৭ বল থাকতে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন বাঁ-হাতি এই ব্যাটার। শেষ ওভারে জয়ের জন্য ২২ রান থাকলে তা করতে পারেনি মুম্বাই।

আইপিএলে এটি চতুর্থ রিটায়ার্ড আউটের ঘটনা। যার যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে রবিশচন্দন অশ্বিনের দ্বারা। পরের বছর অর্থব তাইদে ও সাই সুদর্শন রিটায়ার্ড  আউটের পথ বেছে নেন।

ম্যাচে লক্ষ্নৌ শুরুতে ব্যাট করে ৮ উইকেটে ২০৩ রান করে। দলটির দুই ওপেনার ফিফটি করেন। মিশেল মার্শ ৩১ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬০ রান করেন। এইডেন মার্করাম ৩৮ বলে ৫৩ রান যোগ করেন। আয়ূশ বাদানি ১৯ বলে ৩০ ও ডেভিড মিলার ১৪ বলে ২৭ রানের ইনিংস খেলেন। চলতি আইপিএলের সবচেয়ে দামী ঋষভ পান্ত এ ম্যাচেই ব্যর্থ ছিলেন। মাত্র ২ রান করতে পারেন তিনি।

জবাবে মুম্বাই মুম্বাই ইন্ডিয়ান্স ১৭ রানে দুই ওপেনার উইল জ্যাক ও রায়ান রিকেলটনকে হারায়। তিনে নামা নামান ধর ও চারে ব্যাট করা সূর্যকুমার যাদব দলকে ম্যাচে ফেরান। নামান ২৪ বলে তিন ছক্কা ও চারটি চারের শটে ৪৬ রান করেন। সূর্যকুমার ৪৩ বলে ৬৭  রানের ইনিংস খেলেন। নয় চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি। অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ১৬ বলে ২৮ রান যোগ করেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত লক ভ র ম র ন কর

এছাড়াও পড়ুন:

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: সূচি ও ভেন্যু ঘোষণা

নারী ক্রিকেটের বৈশ্বিক মঞ্চে আবারও আলো ছড়াতে প্রস্তুত হচ্ছে ইংল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যৌথভাবে ঘোষণা করেছে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচি ও ভেন্যুর তালিকা। ১২ জুন শুরু হয়ে এই ক্রিকেট উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত, যার সমাপ্তি ঘটবে ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জমকালো ফাইনালের মাধ্যমে।

এই আসরে প্রথমবারের মতো ১২টি দল অংশ নিচ্ছে, যারা দুটি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে মোট ৩৩টি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের জন্য ২৪ দিনের রোমাঞ্চকর এক প্রতিযোগিতা অপেক্ষা করছে।

টুর্নামেন্টের সূচি উন্মোচনের অনুষ্ঠানটি আয়োজন করা হয় লর্ডসে। যেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ইসিবি প্রধান রিচার্ড গুল্ড, ইংল্যান্ড নারী দলের কোচ চার্লট এডওয়ার্ডস এবং বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।  
 
বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ঐতিহাসিক ও আধুনিক ভেন্যুতে— লর্ডস (লন্ডন), ওল্ড ট্রাফোর্ড (ম্যানচেস্টার), হেডিংলি (লিডস), এজবাস্টন (বার্মিংহাম), হ্যাম্পশায়ার বোল (সাউদাম্পটন), দ্য ওভাল (লন্ডন) এবং ব্রিস্টল।

আরো পড়ুন:

স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার সিক্স অনুর্ধ্ব-১৯ মেয়েরা 

অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার 

আগামী আসরে সরাসরি জায়গা করে নিয়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল: স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চারটি দল আসবে কোয়ালিফায়ার পর্ব পেরিয়ে, যেখানে বাংলাদেশসহ আরও বেশ কিছু দলকে লড়াই করতে হবে মূলপর্বে জায়গা পাওয়ার জন্য।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বার্তায় জানান, “২০১৭ সালে নারী ক্রিকেট ইতিহাসে যে অধ্যায় লর্ডসে রচিত হয়েছিল, এবার আমরা সেই আবহে ফিরে যেতে চাই। ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির দিকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ইসিবি প্রধান রিচার্ড গুল্ড বলেন, “আমরা গর্বিত যে বিশ্বের সেরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারছি। নারী ক্রিকেটকে আরও সামনে এগিয়ে নিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর লর্ডসে ফাইনাল আয়োজন—এটা প্রতিটি ক্রিকেটারের স্বপ্নপূরণের এক সম্ভাবনা।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ