জয়পুরহাটের আক্কেলপুরে একটি গ্রামীণ বাজারের অন্তত চারটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। মালিকদের দাবি, নৈশপ্রহরীদের বেঁধে ডাকাত দল ৩০ লাখ টাকার মালামাল লুট করে মিনি ট্রাকে নিয়ে পালিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার মোহনপুর বাজারে এ ঘটনা ঘটে।

মোহনপুর বাজারের কয়েকজন দোকানি বলেন, গতকাল রাতে সাতজন নৈশপ্রহরী নিজেদের দায়িত্ব পালন করছিলেন। রাত তিনটার দিকে রফিকুল ইসলাম নামের এক প্রহরী কালো মুখোশ পরা চার ব্যক্তিকে বাজারের সড়কে ঘোরাঘুরি করতে দেখে বাঁশি বাজান। ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তখন রফিকুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তাঁর মাথা ফেটে রক্ত ঝরছিল। এ অবস্থায় তাঁকে বেঁধে একটি দোকানের পাশে রাখা হয়।

এরপর ২০-২৫ জন মিলে বাজারের অন্য ছয় প্রহরীকে ধরে এনে মারধরের পর হাত-পা বেঁধে একই জায়গায় ফেলে রাখে। এ সময় ৪-৫ জন ডাকাত আহত নৈশপ্রহরীদের ঘিরে রাখে। আর অন্যরা বাজারের সড়কে একটি মিনি ট্রাক এনে রাখে। এ সময় ডাকাত দলের সদস্যরা দুটি কীটনাশক, একটি মুদিখানা ও একটি ইলেকট্রনিক দোকানের তালা কেটে মালামাল লুট করে। পরে সেগুলো মিনি ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়।

প্রহরী রফিকুল ইসলামের ভাষ্য, হলুদ রঙের মিনি ট্রাকে পালিয়ে যাওয়ার আগে ডাকাতেরা তাঁর হাতের বাঁধন খুলে দেয়। এরপর তিনি অন্যদের মুক্ত করেন। তাঁরা আশপাশের লোকজনকে ঘটনাটি জানান।

স্বাদ ট্রেডার্স নামের কীটনাশকের দোকানের মালিক ছানাউল ইসলাম বলেন, ‘শুধু আমার দোকানের ৬-৭ লাখ টাকার মালামাল লুট হয়েছে। চারটি দোকান মিলিয়ে আনুমানিক ৩০ লাখ টাকার মালামাল লুট হয়েছে।’

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, মোহন বাজারের কয়েকজন ব্যবসায়ী থানায় এসেছিলেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। অভিযোগের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রহর

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর