যুক্তরাষ্ট্র কী চায়, তা জেনে পদক্ষেপ নেওয়ার সুপারিশ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের
Published: 6th, April 2025 GMT
ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিতের অনুরোধ জানিয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত ট্রাম্প প্রশাসনকে অনুরোধ জানানোর সুপারিশ করেছেন ব্যবসায়ী ও গবেষকেরা। তাঁরা বলেছেন, ৯ এপ্রিলের আগে এ বিষয়ে ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা শুরু করতে হবে। কারণ, ৯ এপ্রিল থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকালে অনুষ্ঠিত এক বৈঠকে ব্যবসায়ী ও গবেষকেরা এসব সুপারিশ করেন। বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছাড়া ব্যবসায়ীদের পক্ষ থেকে অংশ নেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো.
বৈঠক সূত্রে জানা যায়, ব্যবসায়ী, গবেষক ও অর্থনীতিবিদদের পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে ট্রাম্পের পাল্টা শুল্কের বিষয়টিকে শুধু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে হবে না। এর সঙ্গে রাজনৈতিক বিষয়ও জড়িত। তাই এটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে দেশটির বাণিজ্য সংস্থা, পণ্য আমদানিকারক সবার সঙ্গেই পরিকল্পিত ও সমন্বিতভাবে যোগাযোগ স্থাপন করতে হবে।
পাল্টা শুল্ক কমানোর প্রক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক–করভার তড়িঘড়ি করে কমিয়ে দেওয়া সিদ্ধান্ত না নেওয়ারও সুপারিশ করেছেন একজন গবেষক। তিনি মত দেন, এ বিষয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা বা তারা কী চায়, সেটি ভালোভাবে বুঝে নিতে হবে। সেটি না করে হুট করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক কমিয়ে দেওয়া হলে তাতে লাভের লাভ কিছু হবে না।
বৈঠক সূত্রে জানা যায়, একাধিক ব্যবসায়ী বলেছেন, ৯ এপ্রিলের আগে ক্রয়াদেশ দেওয়া পণ্যের মধ্যে যেগুলো এখন বাংলাদেশে উৎপাদন পর্যায়ে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে পাল্টা শুল্ক কার্যকর হবে কি না, এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে রপ্তানিকারকদের মধ্যে। তাই এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি নিশ্চিত হয়ে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যদি বর্তমানে উৎপাদন পর্যায়ে থাকা পণ্যের ওপর পাল্টা শুল্ক কার্যকর হয় এবং তাতে ক্রেতারা পণ্যের দাম কমিয়ে দেয়, সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত রপ্তানিকারকদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা করতে হবে।
বৈঠকে একাধিক গবেষক মত দেন, বিশ্বের অনেক দেশের ওপর এই পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে বলে তাদের যা হবে বাংলাদেশেরও একই পরিণতি হবে বলে মনে করলে ভুল হবে। কারণ, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ রপ্তানি পণ্যের প্রতিযোগী দেশ চীন ও ভিয়েতনামের আর্থিক ধাক্কা সামাল দেওয়ার যে সক্ষমতা রয়েছে, আমাদের সেটি নেই। যুক্তরাষ্ট্রের ক্রেতারা যদি পণ্যের দাম কমিয়ে দেয়, সেটি পুষিয়ে নেওয়ার মতো সক্ষমতা চীন ও ভিয়েতনামের রয়েছে। তাদের তুলনায় বাংলাদেশের সক্ষমতা খুবই কম।
বৈঠকে একাধিক ব্যবসায়ী সুপারিশ করেছেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি সহজ করতে বাংলাদেশে দেশটির রপ্তানিকারকদের জন্য সেন্ট্রাল ওয়্যারহাউস সুবিধা দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে হবে। সেটি না হলে ব্যবসায়ী পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়বে না। বর্তমানে শূন্য শুল্কে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করা যায়। তা সত্ত্বেও দেশের তুলা আমদানির বড় অংশই আসে চীন ও ভারতে থেকে। কারণ, এই দুটি দেশ থেকে ব্যবসায়ীদের তুলা আমদানি সহজ। তাই যুক্তরাষ্ট্রের তুলা আমদানি বাড়াতে হলে দেশটিকে সরবরাহ সুবিধা দিতে হবে।
নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া দুই অর্থনীতিবিদ ও গবেষক প্রথম আলোকে জানান, বর্তমান পরিস্থিতি পাল্টা শুল্কের বিষয়টির সমাধানের আগে ট্রাম্প প্রশাসন কী চায়, সেটি জানতে ও বুঝতে হবে। পরে সেই অনুযায়ীই ব্যবস্থা নিতে হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প র শ কর ব যবস য় ব যবস থ সরক র র ব ষয়ট আমদ ন
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে