Prothomalo:
2025-09-18@05:50:48 GMT
পারভেজের ১৫ বলের ফিফটির দিনে সবার আগে সুপার লিগে আবাহনী
Published: 6th, April 2025 GMT
বোলিংয়ে মোসাদ্দেক, ব্যাটিংয়ে পারভেজ
আগের রাতের বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকা বিকেএসপির তিন মাঠে আবাহনী-শাইনপুকুর ম্যাচ নেমে আসে ৩১ ওভারে। তাতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে পয়েন্ট টেবিলে সবার ওপরে থাকা আবাহনী। টসে হেরে ব্যাট করতে নামা শাইনপুকুরকে ৮৮ রানে অলআউট করে দিয়ে ৬.৪ ওভারেই জয় তুলে নিয়েছে তারা।
রান তাড়ায় ১৫ বলে ফিফটি করে লিস্ট ‘এ’-তে বাংলাদেশের ব্যাটসাম্যানদের মধ্যে দ্রুততম ফিফটির রেকর্ডটি নিজের করে নিয়েছেন আবাহনী ওপেনার পারভেজ। ২০১৯ সালে গড়া ফরহাদ রেজার ১৮ বলে ফিফটির রেকর্ড ভেঙেছেন পারভেজ। এই ওপেনার ২৩ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন। ১৭ বলে ১৭ রান করেন আরেক ওপেনার জিসান আলম।
আবাহনীর জয়ে ম্যাচেসরা মোসাদ্দেক হোসেন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যারা ছোট পর্দায় কাজ করি, সবারই লক্ষ্য থাকে বড় পর্দা: জোভান
ফারহান আহমেদ জোভান