কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদরাসা সংলগ্ন নদীতে মারা যায় তারা।

আজ দুপুরে লক্ষ্যারচর জালিয়াপাড়া ঘাট এলাকার মাতামুহুরী নদী থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

বুধবার মারা যাওয়ারা হলো- দক্ষিণ কাকারার মো.

রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)।

আরো পড়ুন:

কুড়িগ্রামে খালে ডুবে ২ শিশুর মৃত্যু

শিশুকে যৌন নিপীড়ন, যুবক গ্রেপ্তার

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে মাসুম ও আসমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় পায়ে হেঁটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান এক যুবক। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে জাল ফেলেন। পরে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ দাবি না করলে, ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে যুবকের মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ র মরদ হ য বক র

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ