নতুন চুক্তি করতে তুরস্ক সফরে নোবিপ্রবি উপাচার্য
Published: 10th, April 2025 GMT
তুরস্কের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য তুরস্কে গেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল। আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
এদিকে, এ সময়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজওয়ানুল হক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সিনিয়র সহকারী সচিব এএসএম কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
গাজায় নির্যাতিতদের পক্ষে নোবিপ্রবি শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
নোবিপ্রবি উপাচার্যের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল তুরস্কের নিগদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করবেন। এছাড়া আলানিয়া আলাদ্দিন কেইকুবাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করবেন। এর জন্য আগামী ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত বা ভ্রমণের প্রকৃত তারিখ হতে ছুটিতে যেতে অনুগ্রহপূর্বক অনুমতি প্রদান করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে শর্তের বিষয়ে বলা হয়েছে, এ সফরের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের ব্যয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান দ্বারা বহন করা হবে এবং এ বিষয়ে বাংলাদেশ সরকার বা বিশ্ববিদ্যালয়ের কোনো আর্থিক অংশগ্রহণ থাকবে না। উপাচার্য স্থানীয় মুদ্রায় তার নিয়মিত বেতন ও ভাতা গ্রহণ করবেন। সফর শেষে তিনি নিজ দপ্তরে যোগদান করবেন এবং মন্ত্রণালয়কে অবহিত করবেন।
আরো বলা হয়েছে, অফিসে যোগদানের পর সাতদিনের মধ্যে সফর সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেবেন। উপাচার্যের অনুপস্থিতিতে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড.
ঢাকা/ফাহিম/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য র ন ব প রব ম হ ম মদ ন করব ন ত রস ক
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।