১২ এপ্রিল পথনবজাতক দিবস ঘোষণার দাবি
Published: 12th, April 2025 GMT
সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ ও শরিয়াহভিত্তিক ‘হিউম্যান মিল্ক স্টোরেজ’ সেন্টার গড়ে তোলাসহ ১২ এপ্রিলকে জাতীয় পথনবজাতক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে শনিবার আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব এসব দাবি জানান।
নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই র্যালির উদ্বোধন করেন। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক পরিচালক প্রফেসর ডা.
উদ্বোধনী বক্তব্যে ইলিয়াস কাঞ্চন পথনবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিত্যক্ত নবজাতকদের পুনর্বাসনে কাজ করা এ প্রতিষ্ঠানটির উপদেষ্টার পদ অলংকৃত করার প্রস্তাব সানন্দে সম্মতি দেন তিনি।
ডা. মজিবুর রহমান বলেন, পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও চিকিৎসা এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নানামুখী সেবাধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তাদের এ কার্যক্রম গতিশীল করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি মাতুয়াইলের শিশু-মাতৃ ইনস্টিটিউটে একটি বিশেষায়িত পথনবজাতক ইউনিট চালু করারও দাবি জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেও আইএসআই প্রধান মালিক
পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক। বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের খবরে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকারিভাবে দেশের প্রধান গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিককে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তানের দশম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।
গত মঙ্গলবার মন্ত্রিসভা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, জেনারেল মালিক আইএসআই মহাপরিচালক হিসেবে তার বর্তমান পদেও বহাল থাকবেন।২০২৪ সালের সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
তার এই নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো একজন আইএসআই প্রধান একই সঙ্গে এনএসএ'র দায়িত্ব পেলেন। সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সামরিক উত্তেজনার মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ অসিম মালিক নতুন দায়িত্ব পাওয়ার খবর এলো।
২০২২ সালের এপ্রিলে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই সরকার অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানের এনএসএ পদটি শূন্য ছিল। সে সময় মঈদ ইউসুফ এনএসএ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।