১২ এপ্রিল পথনবজাতক দিবস ঘোষণার দাবি
Published: 12th, April 2025 GMT
সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ ও শরিয়াহভিত্তিক ‘হিউম্যান মিল্ক স্টোরেজ’ সেন্টার গড়ে তোলাসহ ১২ এপ্রিলকে জাতীয় পথনবজাতক দিবস ঘোষণা করার দাবি জানিয়েছে ‘ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’। বিশ্ব পথশিশু দিবস উপলক্ষে শনিবার আয়োজিত র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব এসব দাবি জানান।
নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন পায়রা উড়িয়ে বর্ণাঢ্য এই র্যালির উদ্বোধন করেন। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে কদম ফোয়ারায় গিয়ে শেষ হয়।
র্যালিতে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হুমায়ুন কবির মঞ্জু, বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা, আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের একাডেমিক পরিচালক প্রফেসর ডা.
উদ্বোধনী বক্তব্যে ইলিয়াস কাঞ্চন পথনবজাতকদের উদ্ধার, চিকিৎসা ও তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। পরিত্যক্ত নবজাতকদের পুনর্বাসনে কাজ করা এ প্রতিষ্ঠানটির উপদেষ্টার পদ অলংকৃত করার প্রস্তাব সানন্দে সম্মতি দেন তিনি।
ডা. মজিবুর রহমান বলেন, পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার ও চিকিৎসা এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে নানামুখী সেবাধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তাদের এ কার্যক্রম গতিশীল করতে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তিনি মাতুয়াইলের শিশু-মাতৃ ইনস্টিটিউটে একটি বিশেষায়িত পথনবজাতক ইউনিট চালু করারও দাবি জানান।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা